• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় দুর্লভ সরকার

।। আত্মক্লান্তি ।।

১.

আমিও এই বিশ্বাসে বিশ্বাস করতে শিখি
যে, অবিশ্বাসের মাত্রা টেন্ড্স টু জিরো হবে ।
আমিও এই আশ্বাসে নিঃশ্বাস ফেলতে শিখি
যে, প্রশ্বাসের ঘ্রাণে থাকবে চেনা ডাকটিকিট ।

২.

ক্লান্তি এসে জড়ো হয় পাঁজরের দোরগোড়ায় ।
চন্দ্রাহত রাত দুহাত পেতে থাকে,
হৃদয় নিংড়ে জোৎস্না টেনে আনি ।
জোনাকির আলোয় শোভা পাক প্রাগৈতিহাসিক কষ্ট ।।

৩.

আত্মঘাতী ভবিষ্যতের গ্লানি মুছে যায়
চৌরাস্তায়, যে চৌরাস্তায়
শরীর থেকে ঝড়েছিল পালক,
তারই সাথে গতকাল আলাপ । ধুলো,
অতীত, কেন যে সে আমায় এসে ছুলো …!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।