নির্বাচিত কবিতায় আউয়াল আনোয়ার

ছুয়ে দিলেই দুরে বাজে শঙ্খধ্বনি

ছুয়ে দিলেই বৃক্ষ হবো
ফুল হবো ফল হবো,
লতা পাতা গুল্ম হবো তাতে
ছুয়ে দিলেই নদী হবো সমুদ্র হবো
বক্ষে ধরে ভিজিয়ে দেবো পুষ্পপাতে।
ছুয়ে দিলেই আকাশ হবো
উদার আকাশ,মর্মরধ্বনি,
মেঘ থমথম অঝোরধারা বৃষ্টি
ছুয়ে দিলেই কষ্ট হবো দুঃখ হবো
আনন্দ হবো,হবো ফল্গুধারা সৃষ্টি।
ছুয়ে দিলেই আর হবোনা উড়নচন্ডী
তোমার চোখে চুপিচুপি ঝরছি শুধুই ঝরছি
কথা দিচ্ছি,দিচ্ছি কথা,
পেরুবোনা আর তোমার ভূবনগন্ডি।
ছুয়ে দিলেই আলতা হবো রঙ হবো
রঙিন হবো তোমার পায়ের
নুপুরধ্বনি মাদল হবো রিনিঝিনি
ছুয়ে দিলেই একটানা ঐ জল ছলছল
শ্রাবণ রাতের মহামন্ত্র সুনীলধ্বনি।
ছুয়ে দিলেই স্টিমারের ভেপু বাজে
কীর্তনখোলা একলা নদী
ছুয়ে দিলেই জগতজুড়ে ফুল ফুটে যায়
একটুখানি হাসো যদি।
ছুয়ে দিলেই বাশি বাজে
বাজে দুরে শঙ্খধ্বনি
ছুয়ে দিলেই পাহাড় ডাকে,ডাকে সুদুর অরণ্যানী
ছুয়ে দিলেই মঙ্গলচন্দন
বকুলবনে জ্যোৎস্না নামে
ছুয়ে দিলেই তিমির হনন
পুন্যগন্ধ সুভাষিনী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।