• Uncategorized
  • 0

অ আ ক খ – র জুটিরা

নক্ষত্রদের মাঝে স্বাতীলেখা স্বরণে…

একের পর এক যেন নক্ষত্র পতন। কয়েক দিন আগেই, বলা বাহুল্য মাত্র ৭মাস আগেই ছেড়ে গেছেন তাঁর অনস্ক্রিন কর্তা। এবার যেন ঘরণীর পালা।
হ্যাঁ ঠিকই সৌমিত্র চট্টোপাধ্যায় এর অনস্ক্রিন ঘরণী স্বাতীলেখা সেনগুপ্ত আজ দুপুরেই পারি দিয়েছেন না ফেরার দেশে। কয়েকদিন আগেই ছেড়ে গেছেন আরও এক কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়।
সেখানে গিয়ে ‘বিশ্বনাথ’ বোধহয় বড্ড একা পরে গেছিলেন, তাই এবার ‘অদিতি’ র পালা।
নাট্যজগতের এক অনবদ্য ব্যক্তিত্ব ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। উপহার দিয়েছেন একের পর এক অভিনব নাটক। কি অসাধারণ তার ব্যক্তিত্ব, কি অসাধারণ তার অভিনয় ক্ষমতা। সংলাপের প্রতিটা উচ্চারণে মুখরিত হতো নাট্যমঞ্চ। এছাড়াও তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় এর সাথে জুটিতে উপহার দিয়েছেন বেশ কিছু অনবদ্য সিনেমা।
তাঁর ঝুলিতে রয়েছে ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য অকাডেমি পুরস্কার। তাঁর মূল নাট্যজগতের সূচনা হয়েছিল নান্দিকার দিয়ে। তারপরে তাঁর অভিনয় দক্ষতায় এগিয়ে গেছেন উচ্ছতার শিরে।
একের পর এক নক্ষত্র পতনে যেন ধসে যাচ্ছে অভিনয় জগৎ। তবুও ঘুরে আমাদের দাঁড়াতেই হবে। স্বাতীলেখা সেনগুপ্ত আজীবন মানুষের স্মৃতিতে জীবন্ত থাকবে তাঁর অভিনয়ের দক্ষতায়।

অনিন্দিতা ভট্টাচার্য্য

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।