সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৩২)

না মানুষের সংসদ

বারবেল তুলিস !
হ্যাঁ ।
নন্দ স্যার বললেন,
খেলাটা কি শরীর দিয়ে খেলিস না মন দিয়ে !
শ্রোত্রিয় বলল,
ফুটবল দম, স্ট্যামিনার খেলা ।
নন্দ স্যার বললেন,
আর স্কিল ! এই যে এতোদিন পর বলটাকে পায়ের সঙ্গে আঠার মতো লাগিয়ে রেখেছিলাম – কি করে জানিস !
শ্রোত্রিয় বলল,
না ।
মনের জোরে । শরীর যতোটা করতে পারে তার চেয়েও বেশী করাতে গেলে ‘মন’ লাগে । এই যে শিল্প – তা কিন্তু মনের আঁকিবুকি ।
মা বাইরে এসেছে ততোক্ষণে দেখল শ্রোত্রিয় । এরকম অদ্ভুত মাস্টারমশাই দেখা যায় না । বিজ্ঞানের মাস্টারমশাই সন্ধের অন্ধকারে ছাত্রের সঙ্গে ফুটবল খেলছেন ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।