সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৩৩)

না মানুষের সংসদ

টিকটিকি গম্ভীর স্বরে বলল শেয়ালকে –
অ্যারিস্টটল পড়েছ তুমি !
নন্দ মাস্টার তখন তাঁর বারান্দায় বসে নিলকন পার্কারের পুরোনো পুঁথির পাতা ওল্টাছিলেন । সন্ধে গভীর তখন । নীল একটা লাইট জ্বলছে । মাথা খারাপ বলে নন্দ – মাস্টারকে ছেড়ে তার বউ আর ছেলে কলকাতায় চলে গেছে । তিনি এক নির্জন বাড়িতে একা একা থাকেন আর পলাশিপাড়া এম.জি.এস. বিদ্যাপীঠে পড়ান ।
শেয়াল নন্দ মাস্টারের দাওয়ায় এসে বসল । উদাসীন মানুষ ইতর প্রাণিদের দিকে ফিরেও তাকান না ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।