সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ১৭)

না মানুষের সংসদ 

টিকটিকি বলল –
আহা, পুরোনো কাসুন্দি ঘেঁটে কি হবে । পাস্ট ইজ পাস্ট । অনেকক্ষণ সভা হল । এবার আমি শেষ করছি । নামকরণ নিয়ে পরর্বতী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে । হুলোর কথায় যুক্তি আছে । কারণ আমরা কয়েকজন মাত্র মিলে ক্লাবের নাম ঠিক করেছিলাম । তখনও ভাবিনি এরকম একটা সভা করতে হবে ।
মা – হংসী বলল,
পরবর্তী সভার তারিখ ।
সচিব শেয়াল বলল –
আপনাদের জানিয়ে দেওয়া হবে ।
বিপদ আন্দাজ করে কখন উড়ে পালিয়ে গেছে লাল বুলবুলি । এই রাজ্যে সে বিদেশিনী । তবুও যাওয়ার আগে সে মনের কাগজের নৌকোয় খানিকটা চেপে নিল । তারপর উড়ে গেল দূর আকাশে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।