কবিতায় অনুপ মণ্ডল

।। নয় দশকের কবি ।। ৮এর দশক থেকে কবিতায় মেতে থাকলেও ৯এর দশক থেকে "এই সহস্রধারা"পত্রিকাকে ঘিরেই স্বাতন্ত্র বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কবিতা চর্চার শুরু।বর্তমানে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব জেলার প্রতিনিধি স্থানীয় পত্রিকাগুলোতে লেখা প্রকাশিত হয়।বাণিজ‍্যিক পত্রিকার মধ‍্যে একমাত্র "দেশ"পত্রিকাতেই বারকয়েক লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাব‍্যগ্রন্থ:-- ১)চাঁদমোহনের পাথর,২)অন‍্যান‍্য ও শৃগালতান্ত্রিকতা, ৩)আমার বিভ্রান্তিকর আত্মহত‍্যাসমূহ,৪)বেদনার অলীকতন্ত্র,৫)সাদা পাথরের স্নান

একাদশীর চাঁদ

পাথরের শুক্রদোষ কাটিয়ে তার সামনে এসে দাঁড়াই
নাম রাখি কলুর বলদ
এই শরীর আমি,এ শরীর লতাগুল্মময়
হাঁসের কান্নাবোধে
অলাতচক্র এ শরীর অগত‍্যা আমার আমার
আকাশ কালো করে যন্ত্রণারা নামে
উটের গ্রীবার বাঁকে অগ্রিম সুদ জমা হয়
ফাঁকা করে ফেলে শস‍্যখেত
সকালে উঠে দেখি অটোরিক্সায় চেপে
মদনগোপালের বউ
আঁতুড় বাচ্চা নিয়ে হাসপাতাল থেকে একা ঘরে ফেরে
নিজস্ব পুঁইমাচার নীচে এসে যখন দাঁড়াই
উঁইয়ে ধরা খুঁটিখানা জড়িয়ে আমার খুব কান্না পায়
খসে যাওয়া ঘুড়ির মতো আমার হলুদরঙা চৈতন‍্য
ভাসতে ভাসতে
পেরিয়ে যায় ধানখেত গমখেত;লজ্জাহীন একাদশীর চাঁদ
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।