• Uncategorized
  • 0

|| দোল পূর্ণিমা সংখ্যায় || বর্ণজিৎ বর্মন

সজল দা’র ডিপি দেখে

হোয়াটআপস খুললাম ,
তখন বৃহস্পতি বারের সকাল, রোদ কাচা হলুদ রঙমেখে মাঠে নেমেছে,শিশির বিন্দু আইডেনটিটি crisis এ দাঁড়িয়ে,
পদাতিক এক্সপ্রেস ছুটছে
দি রয়াল সিটি কোচবিহারের অভিমুখে
ঐ একটি পাখি বসল ঝিলের ধারে
তখন
আনারস ক্ষেত, চা বাগানের বিছানায় যেন সারা মাঠ ঘুড়তেছে
সামনের সিটে বসে থাকা একজন খৈনি বানাচ্ছে
অনেকের সয় না তা –
আমার মনের ভিতরে অন্য জীবন উঁকি মারছে
সবুজ চা পাতার মতো চিরসবুজ
কতদিন থাকবে ওই পথ ?
কতদিন থাকবে সজল দার ওই ডিপি ?
ত্রিকোণ প্রস্তর খণ্ডে দাড়িয়ে থাকা গন্ডার সেখানেই সখ করে ওঠা নিজস্ব পিচকার
আমরা কতো গতিশীল, আমাদের কতো উন্নতি ,
সংশয় বারে সতেজ ও সক্রিয় কলা পাতায়
আমি চেয়ে থাকি নিকট ও আপাংতেয় ফিউচারের দিকে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।