• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| নাইবা হলে

নাইবা হলে জীবন সঙ্গী
না হল সহবাস !
তবু কল্পনাতে তোমার আমার
নিত‍্য বসবাস।

২| কেউ জানেনা

নীল আকাশের চাঁদ আর
নীল সাগরের ঢেউ।
জানে শুধু মনের ব‍্যথা
আর জানেনা কেউ।

৩| তোমায় ভালোবাসি

তোমায় ভালোবাসার অপরাধে
হয় যদিগো ফাঁসি !
মরার আগে বলব তবু
তোমায় ভালোবাসি।

৪| তুমি আজ আর

তুমি আজ আর নেই আমার
মনের একলা ঘরে !
আছে শুধু হাজার স্মৃতি
অমর হয়ে পড়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।