T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় বিকাশরঞ্জন হালদার

শিশিরবিন্দু যেনো প্রেমগান!

আশ্চর্য ব্যতিক্রম। আমার শব্দহীন পৃথিবী জুড়ে ঘরের দাওয়ায় নেমে আসে জ্যোৎস্না অবিরাম! দ্রষ্টব্য এখানে সমারোহে আত্মীয়-সবুজ। সমর্পণে নিষ্পাপ ঘাম। কেঁদে ওঠে মাটি মমতায়! বর্ণগুচ্ছ আলেখ্য হয় বাংলার। খোলা-মাঠে শিশিরবিন্দু যেনো প্রেমগান! আয়োজনে মুঠোর মাধুরী। কিশোরী-উচ্ছাস!
তামাটে দূরত্ব থেকে ফিরে আসুক তোমার সংক্রান্ত মনোভাব
মাটির চরাচরে। যেখানে জেগে থাকে কবিতা-পার্বণ ………..
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।