অণুগল্পে বিজন মণ্ডল

২০১০ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি । বর্তমানে কণ্ঠ শিল্পী হিসেবে নিয়োজিত । কবিতা লেখার পাশাপাশি ভৌতিক কাহিনী লেখা এবং পড়ায় বিশেষ আগ্রহী । প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

মা আসছে

প্রত্যেকটা দিন শুরুর আগে, সুন্দর একটা ভোর আসে । কিন্তু, আজকের ভোরটা বাকী ভোর গুলো থেকে একদম আলাদা । নরম আলোয় মাখা একটা সুন্দর ভোর । মায়ের আগমনের বার্তা নিয়ে আসে এই ভোর ।
কুয়াশার চাদরে ঢাকা কাশফুলের বনে, বাতাসের স্পর্শ শারদীয়ার গন্ধ ভাসিয়ে নিয়ে আসে । পেঁজা তুলোর মতো মেঘ আর দূরে রেডিও থেকে ভেসে আসে চণ্ডী পাঠের সুর । সব কিছু বলে যায়, মা আসছে । মা আসছে ।
উমা আসছে মেনকার ঘরে । মেয়ের আসার অপেক্ষায় মা মেনকা খুব উতলা । মেয়ে এসে মায়ের ঘর ভরিয়ে দেবে । শিউলি ফুল বিছিয়ে দিয়েছে মেয়ের আসার পথে ।
সমস্ত খারাপ গুলোকে মুছে দিতে মা আসছে । আবার ঘরে ঘরে সুখ শান্তি ফিরিয়ে দিতে মা আসছে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।