• Uncategorized
  • 0

গদ্যানুশীলনে চিন্ময় কে বোস

সেই হাসি

বৈঠকখানায় র‌্যাকে অ্যাকোয়ারিয়ামে কিছু রঙিন মাছ ছিলো। টেবিলের ওপর ভারী পর্দার অল্প আড়ালে তারা খালি ঘোরে I আমার মার মুখে সদাই মৃদু হাসি। বলে বাবা তোরা সুখী হ I
ঠিকই তো পারলে সুখী তো হওয়াই উচিত।
কিন্তু বাবা আমাদেরকে আর মাকে সপ্তাহে অন্তত তিনদিন মারতো, নিয়ম করে I তার লম্বা দশাসই শরীরের রাগ সে বুঝতো না, বুঝতো না কে বা কারা তাকে ভিতরে প্রহার
করেছে I
মা বেচারী বন্দী মাছের মতন সপ্তাহে তিন দিন মার খেতে খেতে
খালি বলত সুখী হও বাবা, আর হাসি মুখে থেকো, হাস না কেন বাবা তোমরা, বাছারা আমার I তারপর দেখাত কেমন করে হাসতে হয় I অত দুঃখের হাসি আর কখনো দেখিনি I
একদিন রঙিন মাছ গুলো সব একসাথে মরে গেল I তারা পাশ ফিরে ভেসে চোখ চেয়ে মরে গেল I বাবা বাড়ী ফিরে রান্না ঘরের মেঝেতে ফেলে দিলো মাছগুলো বেড়ালকে খাওয়াবে বলে I আমরা দেখতে লাগলাম আর মার মুখে সেই স্মিত ফ্যাকাশে হাসি I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।