ক্যাফে গপ্পে দীপশিখা দে

রাগ অনুরাগ ……

সকাল সকাল উঠেও যেন মৌ সব কাজ গুছিয়ে সামলে উঠতে পারেনা | ওদিকে গরম জলে ফুটানো দুধের বোতল , সমিকের লাঞ্চ ব্যাগ , সকালের ব্রেক ফাস্ট ,তার মধ্যে বাথরুম থেকে প্রায় রোজ একই নিয়মে সমিকের তোয়ালে চাওয়া | উফফ! এই একটি ঘন্টা সারাদিনের আলসেমি তে কাটানো সময় কে booster dose দিয়ে দেয় | মৌ বাথরুমের দরজার ফাঁক দিয়ে তোয়ালে টা সমীক কে ধরিয়ে দিয়ে আসবে তখন একটি বার ভেজা হাতে সমীক ওর হাত টা একবার জোর দিয়ে টেনে ধরে , আর ব্যস্ত হয়ে মৌ নিজের হাত টা ঝটকা দিয়ে সরিয়ে নেয় , এই রোজের প্রাতঃ রোমান্স এর ক্ষণ টাই সে ভালোবাসে তাই ইচ্ছা করে বাথরুম ঢোকার আগে সমীক কে তোয়ালের কথা টা মনে করিয়ে দেয়না সে | কিন্তু ঠিক আধ ঘন্টা পরের নিত্য দিনের সেই দুবার বেজে কেটে যাওয়া মিসড কল , দেয় মৌ এর মেজাজ টা তেতো করে |
আরে না না ! ওই আধুনিক বাংলা সিনেমার পরকীয়ার মাখন লাগানো মুচমুচে গল্প এটি নয় ……… তা হ্যাঁ যা বলছিলাম , ওই তেতো মেজাজের স্বাদ নিয়ে মৌ একটু বেশি জ্যাম লাগিয়ে দিলো সমিকের ব্রেড টোস্ট এ, আর মনে মনে ভাবলো ‘ আরো মিষ্টি খাও ,হোক তোমার সুগার , এতো মিষ্টত্ব তোমার জীবনে …’ সমীক তখন মিসড কল এ কল ব্যাক করতে ব্যস্ত , ‘ হ্যাঁ মা টিফিন মৌ তো প্যাক করেছেই , কি আজকে ? ওই ব্রেড টোস্ট জ্যাম দিয়ে , আরে এটা ময়দা নয় আটার ,তোমাদের তো বলি আজকাল সবাই whole wheat ব্রেড খায় মা ,তোমরাও ট্রাই করো… ওকে টাটা . হ্যাঁ অফিস পৌঁছে করে দেব ‘| ফোন টা রেখে সমিকের ওই মুচকি হাসি টা …. উফফ ! গা জ্বলে যায় | সমীক টোস্ট এ কামড় বসিয়ে বললো ‘ আমার মৌ টুসি .শাশুড়ির কল শুনে রাগ করে এতো টা জ্যাম কেউ দেয় ….| ধাম করে খালি প্লেট টেবিলে চাপড়ে মৌ কিছুটি না বলে সমিকের প্লেট থেকে পরের ব্রেড এর স্লাইস টা তুলে মুখে পুড়ে দিলো. আর বললো ‘ ওই এক্সট্রা জ্যাম টা আমার তেতো ভাব কাটানোর জন্য লাগিয়ে ছি বুঝলে ‘
চার বছরের বিয়ে , ন মাসের ছেলে নিয়ে মৌ এর সংসার | গড়পড়তা সব বাড়িতেই ছেলে নামক জমি নিয়ে শাশুড়ি বৌমার লড়াই চলতে থাকে ,এটা কোনো নতুন বিষয় নয় | একসময় শুনতে হয়েছে মা না হলে এই সম্পর্কের মর্ম বোঝা যায় না , প্রেগন্যান্সির সময় মৌ খুব চেয়েছিলো যেন মেয়ে হয় . কিন্তু সিনেমাটিকে ক্লাইম্যাক্স ওর জীবনে রাখবে বলে ভগবান ছেলে দিলো | সেদিন সরমা মানে সমিকের মা য়ের মুখে যে কি হাসি , মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলেছিলেন ‘ দেখলি মৌ ছেলে হয়েছে , এবার বুঝবি মা য়ের কি হয় …..’চুলে বিলি কাটা তখন চুল খামচে ধরার মতো মনে হয়েছিল | কিন্তু আজ সমিকের অফিস বেরোনোর আধ ঘন্টা পরে মোবাইলে দুটো মিসেড কল … ছেলে কে খাইয়ে এসে মৌ দেখলো সমীক ‘স মম টু মিসড কল | কল ব্যাক করলো মৌ , ওপার থেকে ‘ মৌ কি করছিলিস ? প্রশ্ন শুনে একটু থিম মৌ এর জবাব ‘ ওই বাবাই কে খাওয়াচ্ছিলাম ‘, সরমা বললো আসলে সকাল এ রাজু কে ফোন করে বুঝলাম ও কখন বেরোবে, আসলে তোর সাথেই কথা ছিল | মৌ একটু ভিরমি খেলো, তারপর সামলে নিয়ে বললো ‘ কি ব্যাপার বোলো তো |
একটু থেমে সরমা একটু নিচে স্বর নামিয়ে বললো , মৌ একটা বিষয় আমি রাজু কেও বলতে পারিনা , যতই ছেলে হোক তবু একটা মেয়ের মন শুধু মেয়ে রাই বোঝে ছেলেরা নয় | ফোন জিনিস টা ভালো মজার স্বর কে নিজের আওতায় রাখতে পারলে , অপরপক্ষ তোমার মুখের ভাব তো টের পায় না , যদি পারতো তবে জানতো মৌ ভ্রু যুগল তখন ধনুকের ন্যায় , আর মুখে এক বাঁকা হাসি | সেই যাই হোক , মৌ বললো ‘ হাঁ টা সত্যি মা ‘ | সরমা বললেন , ‘ তোর বাবা কে আমি রোজ বলি মর্নিং ওয়াক এ যেতে , বলে নাকি সকালে উঠেই হাটতে পারবোনা , জানিস তো হাঁটা তে এলারজি | সে কিনা আজকাল রোজ বিকেলে চার টা বাজলেই তাড়াতাড়ি আমাকে চা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পরে | কোন এক বন্ধু হয়েছে বাজারে , তার সাথে নাকি হাটঁতে যায়. বললে বলে পড়ন্ত রোদে হাঁটার মজাই আলাদা | রোজ নিয়ম করে চার টের সময় | আজকাল তার আবার কি সাজ বেড়েছে | ধূসর ছেড়ে নীল , জাম রঙের টি শার্ট পড়ছে | এই সব কথা কি রাজু কে বলা যায় , মস্করা করবে | যদিও মৌ তখন ফোনের ওপার থেকে সেটাই করছিলো মনে মনে , আর ভাবছিলো ‘ বেশ হয়েছে আরো ছেলে ছেলে করো , চারটের সময় ছেলে কে অফিস এ কল করা বেরিয়ে যাবে | সরমা কে যদিও বললো, ‘ আরে না না মনের মিল হলে এই বয়েসে একটু সেখানে মেলামেশা করা ভালো , তুমি তো সিরিয়াল না দেখে তখন বাবার সাথে বেরোতে পারো | সরমা বললো , আরে সিরিয়াল নয় রাজু কে ওই সময় টা তেই তো ফোন করি . আমি রাস্তায় ফোন নিয়ে বেরোতে পারিনা তাই আর বেরোনো হয় না | কি অবলীলায় কথা গুলো সরমা বলছিলো মৌ কে | সারাদিনে ওই টুকু সময় ছেলে টা ফ্রি থাকে ,তখন দুটো কথা বলি | মৌ কথা শুনে অবাক ! আচ্ছা শোন্ মৌ ওই যে আরেকজন ঢুকছে বাড়ি , আমি কাল রাজু বেরোলে আর তোর শশুর বাজার গেলে তোকে মিসড কল দেব. তুই সময় বুঝে কল করিস |
এরপর থেকে এক সপ্তাহ আর ব্র্যাক ফাস্ট টেবিল এ মা ছেলের কথা হয়না . সমীক বললো ‘ জানো মৌ , মা আজকাল মিসড কল দিচ্ছেনা সকালে আমার খাবারের খবর নিচ্ছেনা | বাবার সাথে নাকি কথা বলছে বলে তাড়াতাড়ি ফোন রেখে দেয় আজকাল আমি ফোন করলে. মৌ পিছন করে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করছিলো আরে মনে মনে তার কি হাসি …
রবি বারের দু ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফি রে সমীক মৌ মৌ বলে ডাকতে লাগলো , মৌ বললো কি বেপার ষাঁড়ের মতো চিল্লাও কেন ? সমীক বললো আরে মজার ব্যাপার হয়েছে বাবা রোজ বিকেলে এক বাজারে আলাপ হওয়া বন্ধুর সাথে হাটঁতে যায় ,সেই নিয়ে কিসব অশান্তি মা বাবার মধ্যে , তাই মা এতদিন ব্যস্ত ছিল এবার সেটা বোঝা গেলো | পরশু তাই আমাকে ফোন না করে চার টের সময় বাবা র সাথে বেরিয়েছিল , বাবা একটু অরাজি থাকায় ধুন্ধুমার কান্ড ,অবশেষে মা সাথে গিয়ে দেখে এসেছে , যে সে এক কল্পনার নারী সঙ্গ নয় রমাকান্ত চাটুজ্জে ,বাবার থেকেও বছর পাঁচেকের বড় বৃদ্ধ | এই সিরিয়াল দেখে দেখে মা য়ের মাথায় সব ভূত উফফ ! মৌ তখন ভাবছে’ ভূত গুলো ইঞ্জেক্ট তো আমি করেছি মশাই তাই আজকাল সকালের মিসড কল আসেনা , তুমি অফিস বেরোলে আমার ফোন এ মিসড কল আসে…..
আবার একটা সপ্তাহ শুরু , সকালের সেই ব্যাস্ততা , ফুরফুরে মেজাজ এর মৌ এর মেজাজ টা আবার তিতো হয়ে গেলো সকালের মিসড কল ২টি টাইমস ‘ মা কলিং’ সমিকের ফোন টা তখন মৌ য়ের হাতে ……….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।