• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় দীপঙ্কর সরকার

জবানবন্দি

মনোময় বাবু অন্যান্য দিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন । গন্তব্য সেই একই জায়গা পালপাড়া , কিন্তু কী আশ্চর্যের বিষয় আজ কাউকে দেখতে পাচ্ছেন না কেন ! সঙ্গীরা কি সব হাওয়া হয়ে গেল । ভাবতে না ভাবতেই কাজীর মোড়ে এসে দেখেন বিরাট জটলা ।
কী ব্যাপার জিঞ্জাসা করতে না করতেই হঠাৎই চোখ
যায় নিম গাছটার দিকে , সেই গাছটার এক শক্ত ডালেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় মানব বাবুর দেহটা ঝুলছে ,আর জিবটা বেরিয়ে যেন ভয় দেখাচ্ছে ।
লক ডাউনের সময় থেকেই তিনি মানসিক অবসাদে
ভুগ ছিলেন । টাকা পয়সার কোনো অভাব ছিল না ,
তবে বাড়িতে বউ ছেলেদের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল
না । একবার তো বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ও ভেবেছিলেন । আমরা মানব বাবুকে বুঝিয়ে সুঝিয়ে
তখন কার মতো পরিস্থিতি সামাল দিই । কিন্তু দিলে কী হবে ! যার যার পারিবারিক জীবন তো যার যার মতো আলাদা । কাজেই তাঁর ভেতরে কী চলছিল ,
আমরা বোঝবার কে ? যা হোক , থানা পুলিশের ভয়ে
আমি সেখান থেকে সরে পড়ি । যদি আমাকে পুলিশি
জেরার মধ্যে পড়তে হয় এই ভয়ে ।
পরে শুনি বাড়িতে এক চিরকুটে লিখে গেছেন , ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় । তোমরা সকলে ভালো থেকো , যদি ভাগ্য ভালো হয় , তাহলে পরের জন্মে ও তোমাদের মতো অনেক বন্ধু পাব আশা
রাখি । “
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।