Cafe কলামে ডঃ সঞ্চারী ভট্টাচার্য্য – ১০

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী রাষ্ট্র;

আজ বলবো এমন এক আশ্চর্য দেশের কথা যার অস্তিত্ব ছিল মাত্র ৬ঘণ্টা। যদিও সম্প্রতি এই রেকর্ড ভেঙেছে – আর তাতে নতুন রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রের অস্তিত্ব হয়েছে মাত্র ৮সেকেন্ড। মানে হলো মাত্র ৮সেকেন্ডের জন্য স্বাধীন। শুনে অবাক লাগলেও আজ সেই গল্পই বলবো।
এই পৃথিবীতে বিস্ময়ের কিন্তু কোনো অভাব নেই। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব আজ থেকে প্রায় ১০০বছরেরও আগে। ৬ঘণ্টার মধ্যে অবসান ঘটেছিলো নবগঠিত রাষ্ট্রব্যবস্থার। আর একটু ব্যাখ্যা দিলে একটু ইতিহাসের শরণাপন্ন হতে হবে। রাশিয়ায় তখন বিপ্লবী জনতা স্বৈরাচারী জারের হাত থেকে ক্ষমতা দখল করেছে। কিন্তু দেশের ভবিষ্যত নির্ধারণে রাশিয়ার সাধারণ মানুষের ভোটের ভিত্তিতেই তৈরি হয়েছিল একটি কমিটি। আর সেই কমিটির সিদ্ধান্ত মেনেই ১৯১৮সালের ১৯জানুয়ারি তৈরি হল, রাশিয়ান স্যোসালিস্ট ফেডারেটিভ সোভিয়েত রিপাবলিক। যদিও রুশ বলশেভিক পার্টি এই সরকারে যোগ দেয়নি। নতুন রাষ্ট্রের সংবিধানে স্থির করা হয় রাশিয়াকে একটি গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হিসাবে গড়ে তোলা হবে।
কিন্তু কিংবদন্তি নেতা লেনিনের হস্তক্ষেপেই সন্ধ্যা ৬টা নাগাদ এই সরকারের পতন ঘটে। এতদিন বিশ্ব ইতিহাসে সব থেকে ক্ষণস্থায়ী রাষ্ট্র ছিল এই রুশ স্যোসালিস্ট ফেডারেটিভ সোভিয়েত রিপাবলিক। কিন্তু সম্প্রতি ২০১৭তে সেই রেকর্ড ভেঙেছে। আবার এমন এক ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ব রাজনীতির প্রাঙ্গন। ২০১৭ তে কাতালুনিয়ার গণ আন্দোলনের নেতা কার্লেস পিগডেমন্ট গণভোটের ভিত্তিতে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা করেন। কিন্তু ৮সেকেন্ডের মাথায় কার্লেস জানান, স্পেন সরকারের সঙ্গে মধ্যস্থতা প্রয়োজন অর্থাৎ এই স্বাধীন দেশের অস্তিত্ব থাকল মাত্র ৮সেকেন্ড। আপাতত সবচেয়ে ক্ষণস্থায়ী রাষ্ট্রের তালিকা ভুক্ত হতে চলেছে এই কাতালুনিয়া। দীর্ঘ ৯৯ বছরের রেকর্ড ভেঙে এই নতুন রেকর্ড নিঃসন্দেহে অভিনব।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।