গারো পাহাড়ের গদ্যে ফিরোজা সামাদ

হেরে গেছি নির্মমতার কাছে

মনের মাঝে গভীর ভালোবাসায় অাছো তুমি
বেদনার্ত ভাষা অার নিত্য স্বপ্ন তাড়িত অামি
অামার হাজার কবিতায় শ্রমের কারুকাজ
জীবনের অতৃপ্ত ঘ্রাণে পৃথক অালপথে
অন্ধ প্রচেষ্টায় সহজ সরল উপলব্ধিতে থাকি
নৈরাশ্যবাদী নুয়ে যাওয়া হৃদয় অামার ||
কর্পূরের সুগন্ধি মাখা দেহে মাতাল হাওয়ায়
ঘুম বিলাসী মন তোমার
আমি তো অামিই শুধু গ্রীষ্মের তপ্ত রোদে
পোড়া কাব্যে এলোমেলো ভাবনায় বুদ হয়ে তীব্র যন্ত্রণায়ও হৃদয়ে অনুভব করি ভালোবাসার পুলক
অাজ তোমার ছায়া দেখে মনে হয় বর্ষায় ভরা কোনো শ্রাবণের নদী ও মেঘ ভেলার নীলাকাশ তোমার মমতায় শিস দিয়ে যায় দখিনা বাতাস আর
তাতেই শান্ত আমার তাতানো হৃদয় ||
যাপিত জীবনের স্মৃতিরা কাঁদে তোমার বেদনায়
অামি অাশাহত হৃদয়ে চেয়ে চেয়ে অানমনে
দেখে যাই শূন্যতার মাঝে পূর্ণতার খেলা
অনুজ্জ্বল ফ্যাকাসে আমার হাতের ভাগ্যরেখা
বিমুগ্ধ অায়োজনে নির্লিপ্ত অামার পৃথিবী
প্রহেলিকাময় জীবনে তুমিই অদৃশ্য বাঁশের বাঁশি আমার ছায়ার থেকেও ঘনিষ্ঠ যেনো ||
গাঢ় অভিমানে ভাটির টানে রোদ চশমায় চোখ ঢেকে মিথ্যের মাধুর্য্যে অবিনাশী মায়ায় খেলা করে মৃত্যূ
প্রতিনিয়ত গন্ধ বিধুর বাসনায় ঝাপসা ধোঁয়ায় গড়ে ওঠা কংক্রিটের শহরে
তুমি যেনো কোনো ধারাপাতের পদধ্বনি ||
তোমাতে বিমুগ্ধ অামার মনের অসীমতা
ফাটল ধরা অগুনতি মাঠ ও বিলের তৃষ্ণা
অামার অতৃপ্ত বুকের মধ্যিখানে
যা কেবলই ধূসর তান্ডব অদৃশ্য মোড়কে অাবদ্ধ ||
তোমার অাত্মকেন্দ্রিক বিনাশী মগ্নতায়
জ্বলজ্বলে ক্ষতে রয়েছে বিরহ বোধ
প্রাপ্তি অপ্রাপ্তির লোভাতুর চোখে অামি তোমায় মৌনতার গল্প শোনাতে পারি ||
অাজ তুমি নেই বলেই কী অালোকহীন পথে
দুঃখ বেদনায় কোনো ভৌতিক ছায়ার সাথে
কালাতিপাত করবো বেদনার রঙ বেরঙে অথৈজল সাঁতারে?
তোমায় প্রদক্ষিন করতে চেয়েছিলাম সতত,
করতলে রাখতে চেয়েছিলাম তোমার দোর্দণ্ড প্রতাপকে
ঋতুবতী চাঁদকে নিতে চেয়েছিলাম হাতের মুঠোয়
ভালোবাসায় থামাতে চেয়েছিলাম সাগরের
উথাল-পাতাল ঢেউ অার তুফান
অামার অকৃত্রিম অকৃপণ ভালোবাসার ঈশারায়
থামাতে চেয়েছিলাম নিযুত গতিবেগের ঘূর্ণিঝড় ||
কিন্তু ; না, তা হয়নি কোনোদিন! অামি পারিনি!
অামি হেরে গেছি জঘন্য ও নিষ্ঠুরভাবে চিরতরে তোমার দেয়া নির্মমতার কাছে
যে নির্মমতা শুধু ভালোবাসায় কাঁদায় হাসায় আর নির্মলভাবে বাঁচতে শেখায় ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।