কাব্য কথায় ঝিরি ঝিরি ঝোড়া

অন্তিম ট্রেন

ধূসর স্মৃতি সব
মনে ভেসে যায়
হায় মন হায় !
কি ছিলাম কি হলাম গাইতাম ছড়া
নদী কাল ভেসে যেত, আজ নদী খড়া।
নূপুরেরা গান গায় ঝিনিকিঝিনি;
স্বপ্নেরা বলে ওঠে, “ছোটো কামিনী!”
‘তুমিই আমার আঁকা অপর্ণা সেন;
তুমি শেষ ম্লান হাঁসি; অন্তিম ট্রেন॥’
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।