• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় কুশল ভৌমিক

মানুষ! মানুষ!

‘পঞ্চবিংশ শতাব্দীর রোবট সাম্রাজ্যে আপনাদের স্বাগত’–
গর্বের সাথে টেনে টেনে উচ্চারণ করলেন রোবট এসোসিয়েশন ভয়ঙ্কর ক্ষমতাধর সভাপতি কিটি। মিলনায়তনে পিনপতন নিস্তব্ধতা। চৌকস, ক্ষমতাশালী রোবটবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষমাণ।মহামান্য কিটি আজই ঘোষনা করবেন পঞ্চবিংশ শতাব্দীর অত্যাশ্চর্য  রোবটটির নাম।
কন্ঠস্বরে কৃত্রিম গাম্ভীর্য এনে কিটি বললেন —
দিনরাত পরিশ্রম করে, অজস্র তথ্য-উপাত্ত সংগ্রহ করে, আপনাদের বিগত কর্মকান্ড বিশ্লেষণ করেও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি পঞ্চবিংশ শতাব্দীর অত্যাশ্চর্য রোবট হিসাবে কার নাম ঘোষণা করবো। আপনাদের মধ্যে সোফিয়া মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে আছে, ক্লারা দশ হাজার সৈনিকের কাজ একাই করতে পারে, মিউকাস মানবিক বোধ সম্পন্ন রোবট হিসাবে স্বীকৃত, সে মানুষের মতোই ভাবতে পারে। এমনকি রাফার মতো রোবটেরা সন্তান জন্ম দিতেও সক্ষম। সুতরাং শ্রেষ্ঠ রোবট বাছাই করা শুধু কঠিন নয়, আমাদের জন্য অসম্ভব একটা ব্যাপার।এখন নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই শতাব্দীর শ্রেষ্ঠ রোবটটির নাম কি?
দয়াকরে আপনারাই বলে দিন অত্যাশ্চর্য রোবটটির নাম।
কিটির ঘোষনার পর রোবটদের মধ্যে দারুণ চাঞ্চল্য,  অস্থিরতা দেখা দিল তারপর শ্মশান-নীরবতা। রোবটগুলো অদ্ভুতভাবে মাথা চুলকাতে লাগলো এবং কিছুক্ষণ পর একযোগে চিৎকার করে বলে উঠলো…
মানুষ! মানুষ!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।