• Uncategorized
  • 0

সাপ্তাহিক ধারাবাহিকে কুণাল রায় (পর্ব – ৬)

শ্রীমদ্ভগবদ্গীতা

দ্বিতীয় অধ্যায় তৃতীয় ভাগ: সাংখ্য যোগ

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আত্মা কাউকে হত্যা করেন না এবং কেউ তাঁকে হত্যা করতেও পারে না। এই সূক্ষ ব্যাপারে যার জ্ঞান নেই, সেই ব্যক্তি প্রকৃত পক্ষে কিছুই জানেন না।
তিনি আরও বলেন যে আত্মার জন্ম বা মৃত্যু, কোনও কিছুই নেই। ইনি পূর্বে ছিলেন না, অথচ পশ্চাতে থাকবেন এমনও কোনও তথ্য নেই। আত্মার কোন ক্ষয় নেই। আত্মা বহু প্রাচীন। আত্মা অবিনশ্বর। দেহ নষ্ট হলেও, আত্মার অস্তিত্ব চিরন্তন। হে পার্থ, এই সকল ব্যাপারে যার জ্ঞান আছে, তিনি কাউকে বধ করেন না বা করাতে পারেন না।
মানুষ যেমন এক বস্ত্র পরিত্যাগ করে, এক নতুন বস্ত্র ধারণ করে, তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে এক নতুন দেহে প্রবেশ করে। কোন প্রকার অস্ত্র দিয়ে একে হত্যা করা যায় না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেঁজাতে পারে না এবং বাতাস একে শুকোতে পারে না। এই আত্মাকে খন্ডন করা যায় না, ভাগ করা যায় না। চিরদিন তিনি এই ভাবেই আছেন। ইনি সর্বব্যাপী। পরিবর্তনহীন। স্থির। সকলের মধ্যে বিদ্যমান।
কোন ইন্দ্রিয়র দ্বারা উপলব্ধি করা যায় না। কোনও প্রকার চিন্তা করেও পাওয়া সম্ভব হয় না। অন্যরূপে পরিবর্তিত করা যায় না। তাই আত্মাকে তাঁর পূর্ণ রূপে জেনে, তোমার দুঃখ করা উচিত নয়। তুমি যদি মনে কর যে আত্মার মৃত্যু এই দেহের সাথেই হয়ে থাকে, তবু তুমি এর জন্য শোকাহত হতে পার না। এক কারণ: যার জন্ম আছে, তার মৃত্যুও আছে। প্রকৃতির অবিচল নিয়ম। এই সকল ব্যাপারে তোমার দুঃখ পাওয়া উচিত নয়।
হে মহাবীর, জীব তাঁর পূর্ব জন্মে কি ছিলেন এই ব্যাপার জানা সম্ভব নয়, আমরা শুধুমাত্র তাঁর বর্তমান পরিস্থিতির সাথে পরিচিত। মৃত্যুর পরে তিনি কোন রূপ পাবেন, সেটা জানাও সম্ভব নয়।সুতরাং এই বিষয় শোক প্রকাশ করা এক সম্পূর্ণ অর্থহীন অভিপ্রায়।

ক্রমশ…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।