কবিতায় আলতাফ হোসেন উজ্জ্বল

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষক প্রকৃতির শক্তির সাথে তুলনা”
সমস্ত মৌসুমে শিক্ষক করেছে
আলোকিত!
দিয়েছ জ্ঞানের রাজ্য ।
একজন শিক্ষক বসন্ত ঋতুর মতো,
নতুন সবুজ অঙ্কুরিত লালন তাদেরই
সেবাধর্ম!
উৎসাহিত ও নেতৃত্ব সৃষ্টিশীলতা বহমান
তারা করেছে মগজে
লালন-পালন ;
যখনই প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট খায়-
ভবিষ্যৎ কান্ডারী
ছায়াশীতল মেধা বিতরন দিয়ে সৃষ্টির
অপরুপে শিক্ষক!
একজন শিক্ষক গ্রীষ্মের মতো,
যার রোদ মেজাজ
পড়াশোনাকে দেয় আনন্দ,
গর্জে ওঠে শিক্ষার আলো,
শক্তি সৃতি দিয়ে অসন্তুষ্টি রোধ করে
চারুশিল্পের রং-তুলির আচরে।
একজন শিক্ষক পড়ে যাওয়ার মতো,
খাস্তা পরিষ্কার উজ্জ্বল রঙের পাঠ
এবং একটি আনন্দের পরিপাটি পরিবেশ।
একজন শিক্ষক শীতের মতো,
বাইরে যখন হচ্ছে প্রচণ্ড তুষারপাত,
শিক্ষার্থীদের রাখে আরামদায়ক একটি
উষ্ণ এবং সহায়ক গাইড!
শিক্ষক, আপনি এই সমস্ত জিনিস,
একটি মনোজ্ঞ মনোভাব ;
আপনি সমস্ত মৌসুমের একজন
শিক্ষক।
আপনাদের কাছে কৃতজ্ঞ সহস্র
হৃদয়ের অভিবাদন।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।