• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মৃণালেন্দু দাশ

অগাধ স্নেহের কৃষ্ণচূড়া ও রবীন্দ্রনাথ

একটু এগিয়ে গেলে অগাধ স্নেহের কৃষ্ণচূড়া
তার রক্তলাল ছাতা মেলে দাঁড়িয়ে আছে এই খর বৈশাখে
কাছেই রবীন্দ্রনাথের বসত বাড়ি ,
তাঁর স্মৃতিবিজরিত পুনশ্চ ,উদীচি ,শ্যামলী ও উদয়ন
অসাধারণ গঠনশৈলীর কবির সৃষ্টির আতুঁরঘর —
পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তাঁর স্নেহের পরশ
এসে লাগছিল আজকে আমার গায় , স্পষ্ট দেখতে পেলুম
পুনশ্চ’র বারান্দায় চেয়ারে বসে তিনি কবিতা লিখছেন —
একরাশ শুভ্রকেশ ও একমুখ সাদা দাঁড়ির
গেরুয়া আলখাল্লার রবীন্দ্রনাথ ,মনে হচ্ছিল —
জবাকুসম সঙ্কাশং সূর্য যার ছটায় উজ্জ্বল হয়ে আছে
দেড়শতবর্ষ পরেও বাংলাসাহিত্য —
আমার গর্ব , আমি সেই বাংলাভাষায় আজ কবিতা লিখছি
অদূরে বিশ্বকবি পুনশ্চ থেকে উদীচির বারান্দায় এসে
দাঁড়ালেন আর ক্রমাগত হাত নাড়ছেন
আমার তখন কি যে আহ্লাদ হচ্ছিল বলে বোঝাবার নয় ,
দেখছি , মাটিতে ছড়িয়ে আছে অজস্র কৃষ্ণচূড়া….
আমি সেই কৃষ্ণচূড়া কুড়িয়ে কুড়িয়ে
সযত্নে তুলে রাখছি কবির প্রতিটি
ঘরে —
এ দৃশ্যে দুটিহাত পিছনে রেখে স্মিত হাসছেন গুরুদেব
আর পায়চারি করছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে —
এ-সময় —
সহজপাঠের নতুন অলংকরণ হাতে নন্দলাল বসু ,
দেখে — শিশুর মতো উচ্ছল হয়ে উঠলেন কবি
খুব ভালো লাগছিল , এত কাছ থেকে তাঁকে এতদিন পর কাছের একজন মনে হচ্ছিল বলে ,
কলাভবন থেকে ভেসে আসছিল রবীন্দ্রগান—
মোহরদির গলায়ঃ আমার পরাণ যাহা চায়, তুমি তাই….
রামকিঙ্কর ছেনি হাতুড়ি ঠুকে কংক্রিটৈ নির্মাণ করছেন
দীর্ঘাঙ্গী এক দক্ষিনী নারীমূর্তি , তার অভিব্যাক্তি —
নিখুঁত নারীত্বের আত্মমর্যদাবোধ ,
তিনি জয়া আপ্পাস্বামী
মুগ্ধ কবি , স্বয়ং
উদীচির বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছেন নীচে
আর সস্নেহে রামকিঙ্করকে জড়িয়ে ধরছেন —
এক হাত আমার মাথায়
এ-এক বিরল দৃশ্য , অবাক বিস্ময়ে দেখি আশ্চর্য ভাস্কর্য
রামকিঙ্কর ! রবীন্দ্রনাথ ! প্রাকৃতিক —
অবশ্যই অতি প্রাকৃতিক
তুলনারহিত , অবিশ্বাস্য ! এ-এক অর্নিবচনীয় মূহুর্ত….
সে-সময়
মাথার উপর দিয়ে সমগ্র গা বেয়ে
মাটিতে ছড়িয়ে পড়ছিল অজস্র অজস্র কৃষ্ণচূড়া ফুল
এত টকটকে লাল রঙ যে চারদিক প্রভাতসূর্যসম
এত এত কৃষ্ণচূড়া
আমি কিছুতেই আর কুড়িয়ে কুল করতে পারছিলাম না
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।