• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় মৌসুমী মুখোপাধ্যায়

ভাঙবি তো চল

আমার ইচ্ছের নাম– দু-হাত মেলা আকাশ খোলা বাড়ি।
অসমাপ্ত রাতে জানলা দিয়ে বেরিয়ে দেখি
লম্বা দাড়িতে ঝোলানো উল্কারা
বলের মতো আগুন গোলা
ছুটছে , মুখে নিয়ে বিন্দু বিন্দু জোনাকি আর মেঘের খোলামকুচি।
তার দাড়ি বেয়ে উর্দ্ধশ্বাসে বইতে থাকে
আমার কিশোরীছায়া আর দূর্গভেদ-সৈন্য-সামন্ত মিটমিট তারার দল
ওরে নীহারিকা চল্ , আমাদের সাধের খেলা–
শান্ত ঢিলে সরোবরে তুলি দুরন্ত ফোয়ারা– ওলটপালট–
কাব্যভেঙে নব্যদূর্বাদল ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।