সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে মৌসুমী নন্দী (যাপন চিত্র পর্ব ৭)

যা পাখি উড়তে দিলাম তোকে

এই শহর ভীষণ ব্যস্ত তবুও মাঝে মাঝে কোলাহল হারিয়ে সান্ত্বনা খোঁজে ৷বুকের ভিতরে একটা নদী আছে সবারই ৷ সময়ের তোড়ে বিষন্নতার জলছবিতে বুকের ভিতর কেঁদে কেঁদে হারিয়ে যায় একসময় ৷ঢেউ ভেঙে চুরমার হতে থাকে শেষে আকৃতি হীন চাঁদের মতো একেবারে মুছে যায় ৷ এই মুছে যাবার আগেই মনপাখিকে বেড়াজালের খাঁচা থেকে মুক্ত করে উড়তে দিতে পারলেই আর্চিসের সুগন্ধ ছড়াবে জীবনে কিন্তু আমরা ক জন পারি সুকৌশলে এই কাজটা করতে !
আমরা সারাজীবন যেসব সংকল্প বিকল্প মনের মধ্যে করি সেইসব চিন্তাধারাগুলোকে আমরা নিজেদের মত করেই ভেবে নিই আর সেই ভাবনার একটু এদিক ওদিক হলেই হাজারো অনুযোগ ,অভিযোগ তৎসহ বর্তমানকালের সবচেয়ে বড় বিলাসী রোগ ডিপ্রেশনের স্বীকার হই ৷ আধুনিকতার আধিক্যে আমরা সকলে যথেষ্ট শিক্ষা প্রাপ্ত হলেও আমরা নিজেদের অবস্হানে বেশীরভাগ সময়ই সুখী থাকতে পারি না বা চাই না ৷আমাদের মানসিকতা বদলাতে পারি না বরং বলা ভালো বদলাতে চাইও না ৷ সমস্ত জিনিষ উপর থেকেই বিচার করি এবং নেতিবাচক চিন্তা করতেই বেশী ভালোবাসি ৷ ভালো চিন্তা কম করি খারাপটাই বেশী করি ৷ চিত্রের আলোকিত দিকটা না দেখে সবসময়ই অন্ধকার দিকটাই হাইলাইট করতে ভালোবাসি ৷ ভালো পরিনামের আশা কম করি আর খারাপ পরিনামের আশংকায় আগে থেকেই মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত থাকি ৷ফলে নিজেও ভালো থাকি না আর আশেপাশের লোকেরা ভালো থাকে না ৷ আমরা লোকে কি বলবে বা ভাববে এই কথা ভাবতে ভাবতেই নিজেরদের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগাগুলোর সাথে আপোস করতে করতেই জীবনের সিংহভাগ কাটিয়ে দিই ৷ আমাদের এই আত্মঘাতী দৃষ্টিভঙ্গির ফলে আমরা বর্তমান ও ভবিষ্যতের অত্যন্ত মূল্যবান্‌ সময় উপভোগ করতেই পারি না আর ক্রমশঃ জীবন দৌড়ে পিছিয়ে পড়তে থাকি ৷
আমরা যদি নিজেদের চিন্তাধারাকে একটু বদল করতে পারি তাহলে হয়তো জীবনটা ইতিবাচক হয়ে উঠবে ,অকালে অনেক ফুল ঝরে যাওয়া বন্ধ হবে ৷তাই বলি নিজেকে ভালোবাসুন আর আপনি যেটা করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করুন,,কারণ আপনার ইচ্ছে অনিচ্ছের দাম আপনার কাছেই একমাত্র দামি,আর আপনার কাছেই একমাত্র মূল্যবান!দিনশেষে সেই আপনাকে টিকিয়ে রাখার জন্যে আপনার নিজেকে প্রয়োজন!
তাই সমাজ কী বললো,লোক কী ভাবলো সেগুলো উপেক্ষা করে যাওয়াই ভালো,কারণ সমাজ কখনো কারো সমালোচনা করতে ছাড়েনি ,আর সৃষ্টির প্রথম থেকে আজ অবধি মানুষ কখনো মানুষের নিন্দা করা ছাড়েনি,,কিছু ভালো করলেও নিন্দা করবে,কিছু খারাপ করলেও নিন্দা করবে,সেটা অভ‍্যাস বলো আর স্বভাব বলো,,এ সমাজ এ মানুষের কাছে কখনো পুরোপুরি ভাবে ভালো হয়ে ওঠা অসম্ভব!
তাই যে যত বেশি উপেক্ষা করে ত‍্যাগ করে নিজেকে সামলাতে পেরেছে ,,নিন্দায় কান না দিয়ে নির্দিষ্ট লক্ষে অবিচল ছিল আজ হয়তো তারাই পুরোপুরি ভাবে সফলতার দরজায় দাঁড়িয়েছে ৷
কে কী বললো আর যদি আপনিও তার সাথে আপনার ইচ্ছে অনিচ্ছার মূল্য না দিয়ে তালে তাল মিলিয়ে যান,, তাহলে আপনার আর তার মধ্যে তফাৎ রইল কোথায়!আর সেটা না করে যদি আপনি আপনার সম্পর্কে বিশ্বাস রাখেন নিজের উদ্দেশ্য থেকে সরে যান তবে দেখবেন একদিন সফলতার দরজায় এসে সেই সমাজ,, সেই নিন্দিত লোক আপনাকে শুভেচ্ছা জানাবে,,,
সব কথার জবাব দিতে নেই,, কিছু কিছু কথার উওর সময়ের হাতে ছেড়ে দিতে হয়,,,!
মনটা না মেরে মনের পাখিটাকে স্বাধীনভাবে উড়তে দিন , আজ এই পর্যন্তই ৷ সকলে খুব ভালো থাকবেন ৷ সকলকে জানাই বড়োদিনের আগাম শুভেচ্ছা ৷ আবারো আসবো অন্য কোনো যাপন নিয়ে ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।