মার্গে অনন্য সম্মান নীলকান্ত (শ্রী গৌতম বসু) (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ৩১
বিষয় – স্বপ্নের ফেরিওয়ালা

স্বপ্নের কারিগর

স্বপ্ন থাকে চোখের পাতা জুড়ে
উথাল পাথাল হৃদয় পারাবার
আবেগ ভরা মন বীণার সুরে
স্বপ্ন দেখার সবার অধিকার ।
শিশুর স্বপ্নে সবুজ ভরা বন
মাথার উপর সুনীল মস্ত আকাশ
ফুলের বনে পাখির আমন্ত্রণ
মায়ের কোলে শান্তির অবকাশ ।
বাবা মায়ের স্বপ্নের সে বাগান
ভরবে আলোয় সকল ফুলের বাহার
মানুষ হবে তাদের সুসন্তান
হেলায় সকল কষ্ট করে পার ।
প্রেমিক যেমন স্বপ্ন দেখতে জানে
পেরিয়ে গিয়ে সকল বাঁধার পাহাড়
প্রেমেই খোঁজে এই জীবনের মানে
প্রিয়ার গলে পরাবেই ফুলহার ।
দেশপ্রেমিক দেশকে যে ভালবাসে
দেশের জন্য স্বপ্ন অনেক বুকে
ত্যাগের সাথে আদর্শ মিলে মিশে
দেশের মানুষ থাকবে শান্তি সুখে ।
কারো স্বপ্নে হিংসার কালো ছায়া
কারো স্বপ্নে ভয় সব হারাবার
কারো স্বপ্নে রোদ্দুর ভালোবাসা
কারো স্বপ্নে নামছে অন্ধকার ।
কেউবা রাজা হবার স্বপ্নে বিভোর
মুখোশ মুখে মিথ্যের ফুলঝুরি
প্রবঞ্চনার নিদারুণ হাতিয়ার
পার্থিব সব ধন করে নেয় চুরি ।
খিদের জ্বালায় আগুন যাদের পেটে
ভুখা পেটেই কাটাচ্ছে দিন রাত
সেরার সেরা স্বপ্ন তাদের চোখে
ধোঁয়া ওঠা একথালা গরম ভাত ।
কত স্বপ্ন মিলায় পথের মাঝে
কতক ভেঙ্গে হয়ে যায় খানখান
তবুও মানুষ থাকেই স্বপ্নে মজে
জন্ম থেকেই দেখে চলে আমরণ ।
মানুষই সকল স্বপ্নের কারিগর
মানুষই চেনে স্বপ্নের পথ চলা
চেতনায় ওঠে স্বপ্নের দিবাকর
মানুষই সকল স্বপ্নের ফেরিওয়ালা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।