• Uncategorized
  • 0

কবিতায় স্বর্ণযুগে পার্থ সারথি চক্রবর্তী (গুচ্ছ কবিতা)

১| বর্ম

মিহি সুতোর মতো দুঃখগুলোকে জড়িয়ে রেখেছি-
আমার চারপাশ ঘিরে,
এক বর্ম বানিয়ে নিয়েছি নীরবে।
কত কত বিষ পান করেছি ছলনার,
অনায়াসে, হয়তোবা কিছুটা ভালবেসেই।
আজো কিন্তু আক্ষেপ নেই,
ভয়ও নেই নতুন আঘাতের-
চেনা অচেনা দুঃখ আজ সবই পোষমানা।

২| রঙ

আকাশের নানা রঙে ছড়ানো দেখেছি-
জীবনের টুকরো টুকরো মায়া,
স্মৃতি ও বিস্মৃতির মাঝামাঝি দুলতে থাকা
দুর্বল বাঁশের সাঁকোর মতো অনুভূতি।
ক্যানভাসে জীবনের ছবি আঁকা-
পাঁচমিশালি রঙ দিয়ে।
আকাশের রঙে অবলীলায় মিশে যায়-
কত না পাওয়ার খতিয়ান।

৩| ভিত

এক লহমায় ভেঙে দিয়েছিলে মনের রাজপ্রাসাদ
হাজার ঝাঁকুনিতেও ভাঙেনি বিশ্বাসের ভিত-
যা গড়ে ওঠে মাটির সোঁদা গন্ধে,
আর সততার বাতাস দিয়ে,
প্রতিটি আঘাতের মিলিত শক্তিতে-
যা কোন পাঠশালায় শেখানো হয় না!

৪| ছায়াসঙ্গে

নিয়নের আলোয় প্রথম দেখেছিলাম-
ল্যাম্পপোস্টের আবছায়া থেকে,
কথা বলেছি দু’দন্ড নিভৃতে ছায়ার সঙ্গে
আকারে ইঙ্গিতে, বিনিময়ের মাধ্যমে।
নেওয়া হয় নি নাম, ঠিকানা;
চোখ বুজে তবু তোমায় দেখি-
অঙ্গে, প্রত্যঙ্গে; আলো-আঁধারি বিভঙ্গে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।