কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

পদার্থবিদ্যার ছাত্র হলেও সাহিত্যচর্চা মন জুড়ে । ভালোবাসি কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ লিখতে । কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিতব্য । বদলির চাকরি হলেও অধুনা কোচবিহার বাসী ।

নতুন দিনের অপেক্ষায়

এখন যা ঘটবে বা ঘটছে
.       সবকিছুই অবৈধ, দুর্যোগ, অঘটন
বিনাবাধায় শয়ে শয়ে রাত পার হয়ে
.       দিনের অন্ধকারকে দেখার আভাস
প্রকান্ড গহ্বর- গভীর গিরিখাত-দুর্বল সাঁকো
যুদ্ধ-দুর্ভিক্ষ-মহামারী-গণহত্যা
আনাচে কানাচে উপচে পড়া
অগুনতি, সংখ্যাহীন অসাড় শরীর
আগ্নেয়গিরির নিচে বসে থাকা বিশ্বাস
ধিমে আঁচে পুড়ছে তন্দুরির মতো
কখনো কখনো মাথা উঁচু করছে
পরিচিত কাউকে দেখার আশঙ্কায়
শিস দিচ্ছে মৃত্যুরাগে গাওয়া গানের তালে
অভাব-অনটন-অবিশ্বাস-অপ্রেম, যেন
ধীরে ধীরে আত্মকথনের –
.             বধ্যভূমি হয়ে উঠছে
নতুন সূর্য-হলদে সকাল-সোনালী বিকেল-
.            আজো অধরা, শুধু কবিতায়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।