সম্পাদকীয়

সারাদিন বৃষ্টির ফোঁটায় লেগে থাকে অভিমানের মন খারাপি ঘ্রাণ৷ বড় বেশি আক্ষেপ যখন উৎসব করে বেড়ায় আমার এই উদাসী উঠনে, সামনের শিউলি গাছটায় বিদায়ী গন্ধ জোড়াল হয়ে ওঠে ৷ পৃথিবীর যে প্রান্তে তুমি নতুনের সাথে সহবাস করো, সেই প্রান্তে আমার উপোসী চোখ উপড়ে উপঢৌকন সাজাই তোমার নতুন জীবনের ৷ অপরাধ যা তা নির্ধারিত সত্য৷ যে জীবন নিজেকে বঞ্চিত করে, অপরকে দিয়ে যায় ভালোবাসার নজরানা, তাকে কাঁটার জ্বালা সইতেই হবে৷ অনাদরে বেড়ে ওঠা আগাছা তিতিক্ষার যাপনে নিজেকে নিঃশেষ করে, চন্দনের বনে আর ঘুরে আসা হয় না৷ আমি বর্ণমালার বুক চিরে বেরিয়ে আসা বঞ্চনাদের নামাবলি বানিয়ে ঢেকে দিই আমার শরীর৷ এবার অপেক্ষা শুধু অন্তিমের দিনের …
নিজেকে উজার করে দিতে নেই৷ উজার করে দিলে আমি তো আপাদমস্তক একজন অসহায়, কপর্দকহীন, সহায় সম্বলহীন মানুষ৷ তবে আর একটা মানুষ কেন আমার মত একটা অপদার্থের সঙ্গ নেবে? তাই নিজেকে রিক্ত করে যে মানুষকে তুমি আজ বিত্তশালী বানালে সেই একদিন তোমাকে বিত্তহীন বলে উপহাস করবে, তাড়িয়ে দেবে৷ তোমার বিত্তে বলশালী হয়ে তোমাকেই প্রথম আঘাত হানবে৷ অবাধ আকাশের তলায় শিউলিগুলো পদপৃষ্ঠ হয়ে কাদায় মাখামাখি হয়৷ পথ চলতি দমকা হাওয়ায় টালির চাল উড়ে গৃহী, গৃহহীন হয়ে পড়ে৷ তোমার আত্মা অন্ধকূপের মদনভস্মে নিজেকে ঢেকে ফেলে৷ যেন অন্যায় তোমার, পাপ তোমার৷ সংসারে সম্পর্কগুলো বড় ভঙ্গুর৷ বড় মাকড়সার জালের মত রহস্যময়৷ উপহাসের আলকতরাসাজে তুমি তখন কুরূপা তুমি তখন অনাহূত ৷
তাই তোমার মণিমুক্ত যা কিছু আছে, সমস্ত উজার করে নিজেকে কাঙাল কোরোনা৷ মন্দিরের ঘন্টা ধ্বনিতে পবিত্র হয় আকাশ বাতাস৷ সে ঘন্টা না বাজলে যে রিক্ততা তৈরি হয় প্রকৃতিতে, মনের অন্তস্থলে তাই তো ঐ ঘন্টার গরিমা, সুখ বিলিয়েও নিজে পরঞ্জয়৷ আকাশের সূর্যের এত প্রকাশ, গাছ পালা মানুষ পশুকে আলোয়স্নান করিয়েও নিজে বড় আত্মভরি ! শুধু একটা দিন তাঁর অনুপস্থিতি আমাদের দিশেহারা কৃষ্ণসার অনন্ত গহ্বরে নিক্ষেপ করে৷ তাই তোমার পরিচর তোমার উপস্থিতিকে গাঢ় করো, বিকশিত করো, পৃথিবী তোমায় আসন পেতে দেবে৷
আমাদের প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিনে, সাহিত্য কাঞ্চন এবং সমগ্র টেক টচ টকের পক্ষ থেকে রইল অকৃত্রিম শ্রদ্ধা৷
✍️ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
( কাঞ্চনকন্যা )
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।