গদ্যে বোলো না -তে রতন বসাক

মানবিকতা ও দায়বদ্ধতা সত্যি কি আমাদের মধ্যে আছে ?

জীবজগতের মধ্যে মানুষ হলো সবচেয়ে উন্নত জীব । এক সময়ে মানুষও জন্তু-জানোয়ারদের মতো বনে জঙ্গলে ছন্নছাড়া জীবন যাপন করত । ধীরে ধীরে মানুষের সভ্যতার অগ্রগতি হলো আর মানুষ সমাজবদ্ধ জীবে পরিণত হলো । একে অপরের সুখে-দুখে ও প্রয়োজনে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিল । এই ভাবেই মানুষের মধ্যে মানবিকতা ও দায়বদ্ধতার জন্ম নিল ।
সভ্যতা ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের থেকে মানুষের দূরত্ব ধীরে ধীরে বেড়ে গেল । আজকের যুগে মানুষ একা থাকতেই ভালোবাসে । কেননা তার কাছে প্রয়োজনীয় সব জিনিস আছে বলে । কোন কাজের জন্যই মানুষ আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে না । আগেকার একান্নবর্তী পরিবার থেকে এখন ছোট ছোট পরিবারে ভাগ হয়ে গেছে । মানুষের মধ্যে মানবিকতা ও দায়বদ্ধতা আজকের যুগে খুবই কম দেখা যায় ।
মানবিকতা ও দায়বদ্ধতা না থাকলে মানুষের উন্নতি ও অগ্রগতি হবে না আগামীতে । তবুও বলবো মানুষের মধ্যে এখনো পুরোপুরি এইসব গুণগুলো শেষ হয়ে যায়নি । এখনো মানুষ অন্যের বিপদে কিছু না চিন্তা করেই ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করতে, এটা আমি দেখেছি সমাজে । অন্যের কষ্টের কথা শুনে এখনো মানুষের মন গলে যায়, এটাও দেখেছি । অসহায়দের সাহায্যের হাত অনেকেই বাড়িয়ে দিচ্ছে আজকের যুগেও ।
তবে কিছু কিছু এর ব্যতিক্রম ঘটনাও আজকের সমাজে দেখা যায় । তাদের কথা বেশি প্রচার হয় আমাদের সমাজে । আর ভালো কাজের প্রচার খুব কম হয় ।তাই এই সামান্য কিছু লোকের জন্যই মনে হয় সমাজে মানুষের মধ্যে দায়বদ্ধতা ও মানবিকতা নেই । এইসব গুণগুলো আজও মানুষের মধ্যে আছে বলেই আমরা ঘরে ও বাইরে ভালো ভাবে চলাফেরা করতে পারছি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।