মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জি (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৫
বিষয় – নারী নির্যাতন
তারিখ: ০৯/১০/২০২০

কেমন আছে সেই মেয়েটি?

এই পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু চিরকল্যাণকর!
বিধাতার শ্রেষ্ঠ দান সৃষ্টি চিরন্তন!
অর্দ্ধেক তার নর, অর্দ্ধেক তার নারী,
কিন্তু কেউ কি খোঁজ রাখে?
দিনযাপনের বারোমাস্যায় কেমন আছে নারী??
যে মেয়েটি শ্যামলা বরণ,নয় আহামরি গড়ন-
বিয়ের বাজারে চাহিদা কম, মেয়ের মূল্যে হঠাৎই পতন।
বিয়েই তো শেষ কথা মেয়ে জন্ম যখন!
মেয়ে পাড়ানির মূল্যে চলে দরকষাকষি, হাঁকায় উচ্চ বিয়ের পণ।
পণ দিয়েও কি সুখ কেনা যায়?বদলায় ভাগ্যের লিখন?
উঠতে বসতে মেয়ের ভাগ্যে জোটে নিদারুণ গঞ্জন।
সেই মেয়েটির নিত্য সঙ্গী অকথ্য মানসিক নিপীড়ন।
আজও অভাগী মেয়ের ললাটে জ্বলে চিতার আগুন।
কেউ কি খোঁজ রাখে, সেই মেয়েটি আছে কেমন?
যে মেয়েটি পেটের দায়ে রঙ মেখে চটকদার সাজে,
প্রতিরাতে হাত বদলায় হোটেল- ক্লাবে – পাবে,
রাস্তার মোড়ে ক্রেতা ধরে শরীর পণ্য করে,
যে মেয়েটি ” কুমারী মা” অবৈধ প্রণয় পাশা জালে,
সেই মেয়েটি কেমন আছে, কেউ কি খোঁজ রাখে?
যে মেয়েটির স্বপ্ন হাজার, বাঁচার অভিলাষী!
বিকৃতকাম নরপুঙ্গবের যৌন লালসার বলি,
” ধর্ষিতা ” মেয়ে ” অপবিত্র ” সমাজে করুণার পাএী।
কেউ বা গ্লানির ভারে জর্জরিত, কারোর বা মরণেই মুক্তি!
যে মেয়েটা অ্যাসিড ঘায়ে অর্দ্ধ দগ্ধ – কুঞ্চিত চর্ম,
অবহেলিত সমাজে সে তুচ্ছ-অপাংক্তেয়,
মরণ সম জীবন তার প্রতিপল অভিশপ্ত!
কি দোষ ছিল মেয়েটির? কেন হল হিংসার বলি?
কেউ কি খবর রাখে? কেমন আছে সেই মেয়েটি?
যে মেয়েটি শিশু কোলে পাথরের খাদানে,
ইঁটের ভারে কর্মঠ হাতে চোয়াল শক্ত করে,
অমানবিক গতরে খাটে দুটো মজুরীর আশে,
সংসারের ঘানি টেনে চলে বিপদগামী পথে।
যেই মেয়েটা বোঝার আগেই দালালের খপ্পরে ,
অসাধু চক্রে বিক্রি হয় ছলে বলে কৌশলে,
কেমন আছে সেই মায়েরা?
কেমন আছে সেই মেয়েরা?
কেউ কি খবর রাখে?
নারীর জন্য আছে আইন,সুরক্ষার বিধিলিপি।
সংবিধানের রক্ষাকবচ,বাস্তবে নিস্ফল প্রতিশ্রুতি।
সামাজিক – দৈহিক – মানসিক নির্যাতনে জেরবার আজকের চিন্ময়ী!
ঘরের দেবী মান পায় না নিঠুর পরিণতি।
মৃন্ময়ীর আবাহনে মগ্ন সাড়ম্বরে ভক্তি প্রদর্শন,
মানবী দুর্গা লাঞ্ছিত হয়, চলে নিত্য নিরঞ্জন!
সমাজ কবে বুঝবে যে আর এই সত্য চিরন্তন!
প্রতিটি নারীর মধ্যেই আছে ” দুর্গা ” রূপ সনাতন!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।