|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || সোনালি

ত্রিভুবন

সবুজ পাতারা ঝরে
হিমের ছোঁয়ার রুক্ষ শ্বাসে
খয়েরী কমলা লাল
উড়ে যাওয়া উদাস উৎসব
ধরিত্রী জড়িয়ে নেন
গেরুয়া চাদর
বলো শীত বলো হিম
প্রাণ রিক্ত কুঞ্চিত আকর
জীবন একান্ত শীতে
উদাসী বেজার মুখে দীন
আবর্তে পরমা আলো
উত্তাপের মুষ্টি হাতে
চিরন্তন রহস্য প্রকৃতি
গূঢ় হাসি অধরোষ্ঠে
সৃষ্টি স্থিতি সতত
অধরা
অঞ্জলিতে তাপ প্রেম
চাওয়া পাওয়া ক্ষুধা
ও পিপাসা
ঋতুমতী সংবর্ত পৃথিবী
গভীরে বুকের ওমে
লাভার গরমে
বসুন্ধরা ধ্যানে মগ্ন
স্মিত অচঞ্চল
আদিত্যের সাথে তার
প্রেম চিরদিন
ঋতুচক্র যাবে আসবে
আদরের রেশ
নতুন অঙ্কুরেরা আলো চেয়ে
দু হাত বাড়াবে
গ্রীষ্মের প্রখর চাওয়া
প্রাবৃট চুম্বন
শরত শরীরে ঝরবে
শিহরণ হয়ে
হেমন্তে বিরহী গীত
শীত হিম সেরে
বসন্তদিনের প্রাণ
বুকে মাথা রেখে বলবে
এসো, বসে আছি কোল পেতে
অনাদিকালের কতশত সহস্র যুগের গল্পগাথা
থামবে না আরব্য রজনী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।