|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী

শহীদ

মনন জুড়ে একটাই নাম
দিবা রাত্র উজাড় করে ,
দেশ মায়ের বন্দনা গান –
জীবন তুচ্ছ দেশের তরে ।
জন্মদাত্রী মায়ের আঁচল
গৌণ হলো ধরার নামে ,
অপমান সম পায়ের বেঁড়ি
ফিরবে সে মান জীবন দামে ।
রক্ত ভেসে পথে প্রান্তরে ,
মারের দাগ শরীর ময় –
মুক্ত করতে স্বাধীন দেশ ,
নবীন প্রাণ পায় নি ভয় ।
ফাঁসি কাঠেও হাসি মুখে
ভালোবাসি বলেছে ওরা ,
বিশ্বাস ছিল তীব্র তাই
স্বাধীন দেশ গিয়েছে গড়া ।
স্বাধীনতার মূল্য দিতে
শহীদ হলো গর্ব করে –
অমর সেই বলিদান আজও
ভারত মায়ের বক্ষ জুড়ে ।
ত্রিরঙা আর অশোক চক্র
লক্ষ প্রাণ ত্যাগের পরে ,
তাঁদের গর্বে পতাকা মোদের
দম্ভ সহিত উচ্চে ওড়ে ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।