।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সায়নী ব্যানার্জী

ধ্রুবতারা

মাইল দূরত্বের ব্যবধান
নিমেষে ক্ষীণ হতে থাকে তোমার শব্দমালায়-
তোমার কবিতার ছন্দে সৃষ্টি হয় লক্ষ প্রেমের অনুরণন
প্রতিবার,বারবার –
আমি গভীর থেকে গভীরে ডুবতে থাকি-
খুঁজতে থাকি ঝিনুকের আড়ালে লুকিয়ে থাকা গল্পের অসম্পূর্ণ উপসংহার …
তুমি এসো,
কবিতা বলো,
গল্প সাজাও –
আমি আবার হারিয়ে যাই ছন্দের মূর্ছনায় …
তোমার হাতের মুঠোয় বাঁধা পরে
নক্ষত্রদের অভিসার –
আমি খুঁজে বেড়াই কবিতার ধ্রুবতারা …||

সংজ্ঞা

ভেজা শরীরের শান্ত শব্দগুলো
চিরকাল ঢেউ তুলে এসেছে গভীর নীরবতায়-
কথায় প্লাবন এনেছে,স্পর্শে এনেছে সুনামী-
তোমার বাহ্যিক আগুনে পুড়তে চেয়েছে যুগ,কাল,সময়…
তারা খুঁজে দেখেনি অভ্যন্তরীণ অনল আরো বেশি জোরালো হয়ে বারবার উপড়ে দিয়েছে
পাশবিকতার বিষ দাঁত-
তুমি এক রূপে সংসার,আরেক রূপে প্রবাহ
তুমি কখনো কর্ম, তুমি নিজেই সময়-
রূপের বিচারে আসমুদ্র নতজানু হয়েছে,
নতুন দিগন্ত খুলেছে তোমার স্বভিমানী স্পর্ধা-
পৃথিবী শুধু দেখেছে,
তোমায় বুঝতে চেয়ে ঝড় তুলেছে,
দমিয়ে রাখতে গন্ডি এঁকেছে,
তোমার মধ্যে খুঁজে চলছে ব্রম্ভান্ড ভ্রমণের পথ…
তবু তোমার সংজ্ঞা সৃষ্টি করতে পারেনি-
এক ও অদম্য – তুমি সেই নারী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।