মার্গে অনন্য সম্মান শুক্লা বিশ্বাস (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা – ২৯
বিষয় – প্রথম প্রেম

প্রথম প্রেমের স্মৃতি

তোমার দেওয়া প্রথম প্রেমের চিঠি
আজও আছে সযতনে তোলা
নীল খামেতে সুরভি মাখা লেখা
কাঁপা হাতে লেখা ” প্রিয়তমা”।
তখন মনে অরুনিমার লাগেনি ছোঁয়া
দুরন্ত চপলতায় শুধুই ভালোলাগা
তোমার হাসি, প্রশয় মাখা দুটি চোখে
আজও তো প্রতিক্ষায় যা হয়নি বলা।
আসা যাওয়ায় তোমার সাথে দেখা
কথা হতোনা অপলকে চেয়ে থাকা।
অসময়ে যে এসেছিলে আমার দ্বারে
সেই প্রথম প্রেমের “আমার নীলাঞ্জনা”
ভীতু মনে সংকোচে পড়েছিল বাঁধা
দেয়নি সাড়া হয়েছিল দিশেহারা,
চপল মনে জয়ের দুর্লভ আশায়
আমার প্রথম প্রণয় হয়ে আত্মহারা
সাহসী পদক্ষেপের দিলাম মাশুল
হয়তো কোথাও ছিল একটু ভুল,
আজও পাইনি তোমায়, প্রতিক্ষায়
জানলে নাতো প্রথম প্রেমের ফুল।
আজ গোধূলি বেলায় মন পিয়াসী,
পিছে ফিরে খুঁজি অতীতের স্মৃতি,
মনের পাতায় লেখা তোমারই নাম,
নীলাঞ্জনা হতে পারিনি হয়েছি ইতি।
প্রথম প্রেমের এটাই নিয়ম রীতি
বুকের ভিতর শুধু জ্বলে মোমবাতি,
আগুন তেজে নরম মোমগলা জলে
ব্যর্থ প্রেমের আমি নীরবতার সাথী।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।