• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সুদীপ্তা চট্টোপাধ্যায় (নিউ জার্সি ,ইউ এস এ)

আমি ও রবীন্দ্রনাথ

নক্ষত্রখচিত বিশ্বের জরদৌসি আঁচলে তুমি অখন্ড এক হীরে কুচি
বাঙালীর স্বর্ণচরী গর্বে সোনালী ডানার উপাখ্যান,লোককথায় পটচিত্রের গাথা
তুমি খোয়াইয়ের জ্যোর্তিময় সন্ন্যাসী,রাঙামাটির কন্দর্পকান্তি বাউল …
তোমার মননের বিচিত্র দ্যোতনায় ভেসে যায় একের পর এক গোপনচারিনীর মুখ
গল্পকথায় অন্তঃপুরবাসিনীর গোধূলীস্নান …কবিতা অক্ষরের আলোরেখায়
আনা,লুসি,তোমি,ভিক্টোরিয়া,রাণু,হেমাঙ্গিনীর কুহকী চলাচল…
তুমি ছুটির গলার সাতনরী হার,তুমি নতুন বৌঠানের চোখের ধূসর কাজল
তোমাকে বাঁধা যায় না আটপৌড়ে শাড়ির আঁচলগিঁটে …
তোমার লিরিক্যাল ধুনে মিশে থাকে ফুল, চন্দন, শিশিরের নিশ্চুপ সমর্পণ
অথচ প্রেমপর্বের আসনে তুমিই আমার আরাধ্য …
আমি হয়ত তোমার সেই সাধারন মেয়ে কোন এক অকাল বসন্তে রেলের কামরায় হঠাৎ
কাউকে দেখার অপেক্ষায় অহল্যা…
আমি হয়ত সেই অজ পাড়াগাঁয়ের কৃষ্ণকলি,যখন “আলের ধারে দাঁড়িয়েছিলে একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ” ,তখন যার চোখের তারায় ছলকে উঠেছিল তোমারই প্রতিবিম্ব
হয়ত আমিই মনমোহিনী বিনোদ…হয়ত আমিই আপন দৃঢ়তায় লাবণ্য…
হয়ত আমিই তোমার নন্দিনীর সিঁথীপাঠের রক্তকরবীর দোলা …
আমার আনন্দঘনচিত্তের নৃত্যে হয়ত তুমি বেহায়া মৃদঙ্গ…মনমাদলে মুক্ত সুরের ভুল ছন্দ
বৃষ্টিদিনের জলতরঙ্গে তোমার দখিনবারান্দার কার্নিশ ছুঁয়ে ভেসে যায় আমার বর্ষাভেজার টুপটাপ
আরামকেদারায় হয়ত তুমি তখন আপন সু্রে মগ্ন …
তোমার অরুণআলোয় বেজে ওঠে আমার নিত্যদিনের প্রণামগান…
আমার সকল অন্ধকারের উৎস থেকে উৎসারিত হয় তোমারই বানভাসি আলো
আবার আমার শোকেই উথলে ওঠে তোমার কবিতার কান্না ফোঁটা
আমার অন্ধমগ্নতা জুড়ে তুমি …আমি ডুবে যাই ঠাকুর, তোমারই হৃদয়মথিত প্রেমের প্রবল আশ্লেষে গভীর সুখের নিঃশ্বাসে …এক প্রগাঢ় বিশ্বাসে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।