• Uncategorized
  • 0

সম্পাদকীয়

স্রোতের উল্টোদিকেও… কিছু কথা থেকে যায়

আমরা ওদের ঠিক কেমনভাবে ভাবতে শেখাই? মানুষের ভিড়ে মিশে গিয়ে? নাকি, ঘরের কোণে একলা বসে অক্ষর-সংলাপের মাধ্যমে? স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল অবস্থা এসব কি আমরা ওদের ছোট থেকে বড় হবার তোড়ে শুধুমাত্র বইয়ের আবড়ালেই রেখে দিয়েছি? কিছু কথা যা ওরা বলতে চায়, স্রোতের বিপরীতে গিয়ে হয়তো আমরা শুনতে চাইনা। ছোট ছোট ইচ্ছেগুলো, আশা, বায়নাক্কা, বয়ঃসন্ধির কিছু অমোঘ স্বপ্নের হাতছানি, কষ্ট, কান্না সবকিছু মিলিয়ে কিছু কথা থেকেই যায়- শোনার স্থানগুলো সংকুচিত হতে থাকে, আর বেড়ে যায় ওদের আর আমাদের মধ্যে দূরত্ত্ব। একটা ছোটদের ওয়েবজিন বা পত্রিকার মাধ্যমে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের ছোট থেকে বড় সব পাঠকের কাছে প্রত্যেক সপ্তাহেই নতুন কিছু উপহার নিয়ে আসতে। ভারত এবং বাংলাদেশ থেকে দুটি উপন্যাস তো চলছিলই, এই সপ্তাহ থেকে আরো দুটি উপন্যাস আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য নিয়ে হাজির হলাম। জাদু, কল্পনা, জীবনে কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়ানোর দৃঢ় মানসিকতা, সব মিলিয়েই সমীরণ সরকার এবং সুদীপ পাঠকের ধারাবাহিক উপন্যাসদুটি পাঠকের দরবারে মহা সমারোহে জায়গা করে নেবে এই আশা রাখি। ‘সুমনা ও জাদু পালক’ অথবা ‘বুন্দি ও তার অলৌকিক চশমা’ কি চমৎকার করতে চলেছে তা এইবার আমরা ধারাবাহিকভাবে দেখবো।
ধারাবাহিক বড় গল্প, ভ্রমণ, ছোটবেলার স্মৃতিচারণা, ঠিক একটি আঙ্গিকে হয়তো আমরা ‘স্মৃতিকথার ঝিকিমিকিরা’-কে অথবা ‘নানার হুঁকো’ নিয়ে অভিজ্ঞতাগুলিকে ধরতে পারবোনা। স্থান, কাল, পাত্রের বৈশিষ্ট পেরিয়েও তাই লেখক গৌতম বাড়ই আর বদরুদ্দোজা শেখু হয়ে উঠেছেন শুধুই সমকালীন নয়, বরং দুজন ইউনিভার্সাল স্টোরিটেলার, স্মৃতির নৌকো করেই তাদের লেখনী তাদের ছাপিয়ে হয়ে ওঠে সার্বজনীন। এছাড়াও, এই সংখ্যা প্রথমবার লেখা শুরু করলেন আরিফা খাতুন, কলেজ জীবন, ভুতুড়ে ফোন কল এবং হোস্টেলের অভিজ্ঞতা নিয়ে। এইভাবেই ফিরে ফিরে যাই লেখার কাছে, সম্পাদনার সাথে সাথে এক অন্তরস্থল থেকে এক আত্মিক যোগাযোগ গড়ে ওঠে সুচারু সাহিত্যের সাথে। ঠিক যেভাবে এক নিমেষে, কাঠিন্যের আতিশয্যে না গিয়ে, আমাদের শিশু-কিশোরদের জন্য ছড়া, কবিতা নিয়ে এক অন্যরকম সাহিত্যের মুহূর্ত সঞ্চালন করেন আমাদের কবিরা। এই সংখ্যায় কবিতা লিখেছেন নির্মাল্য ঘোষ, দিবাকর মণ্ডল,রঞ্জনা বসু,দেবকুমার মুখোপাধ্যায়,রতন বসাক,সোমনাথ ব্যানার্জি,বর্ণজিৎ বর্মন, বিপত্তারণ মিশ্র, Srijita Das,কুণাল রায় এবং চিত্তরঞ্জন সাহা চিতু। কবিতার সামগ্রিক পরিকল্পনায় তারা তুলে এনেছেন রহস্য, রোমাঞ্চ, সত্যজিৎ রায়ের সিনেমা ফিরে দেখা, স্বাদবদল, ঝিলের ধারে মাছরাঙা, আসল-নকলের রূপায়ণ, খুকির ইচ্ছে, এবং রেলগাড়ির কু-ঝিক ঝিক। বিষয়ভাবনা এবং চিন্তার রূপায়ণ-একেকটি লেখার একেকরকম নতুন নতুন বৈশিষ্ট্য।
আর যে খুদেগুলো ভীষণ ভীষণ যত্ন করে রং-বং-চং করেছে, তাদেরকে আমার অনেক অনেক আদর। আপনারাও এইভাবেই পাঠক হয়ে, লেখক হয়ে, অভিভাবক হয়ে, আবিষ্কারক হয়ে আমাদের সাহিত্যের দরবারটি হইচই-এ ভরিয়ে রাখুন এই কামনাই করি। সকলে ভালো থাকবেন, একসাথে থাকুন, সুস্থ থাকুন।
লেখা/ আঁকা (এবং তার সাথে অবশ্যই লেখকের এক কপি ছবি) আমাদের পাঠান প্রত্যেক শনিবারের জন্য: sreesup@gmail.com / techtouchtalk@gmail.com

শ্রীতন্বী চক্রবর্তী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।