• Uncategorized
  • 0

কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

আজকের টিপস্

১| রোজ এক টুকরো ট্যমেটো নিয়ে ভালো করে ঘষে নিন হাতে মুখে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে। ট্যান রিমুভ হয় ভালো।
২| সপ্তাহে দু-দিন এক চামচ চালের গুঁড়োর সাথে এক চামচ মধু ও এক চামচ পাতিলেবুর রস একসাথে ফেঁটিয়ে ভালো করে সারা মুখে লাগিয়ে নিন। হালকা হাতে ঘষে তুলে ফেলুন। প্রাকৃতিক স্ক্রাব হিসাবে ত্বকের উপকারী।
৩| গাজরের পেস্ট বানিয়ে তাতে মিশিয়ে নিন মধু। এবার ত্বকের সান বার্নড এরিয়াতে লাগিয়ে অপেক্ষা করুন শোকানোর। হলকা হাতে রাব করে তুলে ফেলুন। তক থাকবে সতেজ।
৪| এক চামচ ময়দার সাথে একটু দুধ ও এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। ফেঁটিয়ে নিয়ে লাগিয়ে ফেলুন মুখে ও হাতে-পায়। ন্যাচারাল ফেসপ্যাকের কাজ করে।
৫| অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির সাথে গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন ও টোনার লাগিয়ে নিন। অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।