ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

সর্বহারার গান

স্বর্গরথের চাকায় পিষ্ট
তুচ্ছ সর্বহারার দল
সস্তা রক্তে ধৌত হয়
সর্বগ্রাসী বিত্তশালীর পথ|
শুধু পথ সে তো নয়
সে তো স্বার্থান্বেসী হীনচেতাদের
গোপন ইচ্ছাপূরণ যন্ত্র
নিয়ম করে নিষ্ঠা ভরে
পেষন করাই তাদের
জীবনাদর্শের পবিত্র মন্ত্র|
এমনি ভাবেই চলছে সমাজ
চলেছে ছুটে অগ্রগতির রথ
গড়েছে তারা এমনি ভাবে
স্বর্গপুরী স্বর্ণলঙ্কা হেথা|
অন্নহীনের ভেঙেছে স্বপ্ন
ধ্বংস হয়েছে ভিটে
তবু বলি শোনো কপটতন্ত্রি
জনদরদী জনসেবকের দল
যেদিন উঠবে জেগে অবদমিত
অবহেলিত শোষনক্লিষ্ট জাতি
বিলীন হবে মিথ‍্যে স্বর্গ,
মুক্তি পাবে সর্বহারা
সর্ব সুখের মাঝে|
ইতিহাস হবে সর্বহরা
নিভবে বাতি সাঁঝে।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।