কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

কফি খেতে ও মাখতে দুইই বেশ লাগে। আসুন দেখি কফি কী কী ভাবে মাখা যায়।


শুষ্ক ত্বকের জন্য ২ চামচ কফি ও ২ চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মিশ্রন তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি কাজ করে।

কফি ও কোকোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শুষ্ক ত্বকের ব্রণ দূর করে। সমপরিমাণ কফি ও কোকো দুধের সাথে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। শুকালে শুরু করলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।

কফি ও মধু
সব ধরনের ত্বকের জন্য উপকারি। ২ চা চামচ কফির সঙ্গে পরিমাণ মতো মধু ও ১ চিমটি হলুদ মেশান।এই ফেসপ্যাকটিতে ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ হয় ও ব্রণসহ অন্যান্য দাগ দূর করে।
পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। এই ফেসপ্যাক সপ্তাহে তিন থেকে চারদিন ব্যবহারে দ্রুত ফল পাবেন।

কফি ও দুধ
২ থেকে ৩ চামচ কফির সঙ্গে ৪ চামচ দুধ মেশান। কয়েক ফোঁটা ঘি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ও শুকালে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।