দিব্যি কাব্যিতে স্বদেশ রঞ্জন মন্ডল (দাদাভাই)

আমি, শঙ্কু আর মাস্তুলে মাস্তুলে সুফির কবিতা

ঈর্ষা করিস না রে শঙ্কু, ভালোবেসে জেনেছি ঈর্ষা জন্মালে রক্ত নাকি নীল কালচে হয়ে যায়….
তুই একটু চোখ খুলে দেখ মানব-শিশুদের হাওয়ায় হাওয়ায় চিৎকারে বাগানে বাগানে ভালো মতন খেলা খেলছে এক্কেবারে কবিতার মতো, এতো টুকু ঈর্ষা নেই সারাটি সময় ভালোবেসে বেসে উপন্যাসের ন্যায় উড়ে বেড়ায় ফরফর ফরফর করে…..জমিন সে আসমান তক
তুই তো জানিস একটিই আমার কার্পেটশূন্য চার দেওয়ালী খিলখিলে দশ দিগন্ত ঘর, ইদানিং হয়তো বন্ধুদের মুখে খবর শুনেছিস আমি আর সিগারেট খাই না রে, ডাক্তার শমন পাঠিয়েছেন হার্ট ও ফুসফুস ন্যায্য কোলাহলে বেশ আহত, মানুষের বদভ্যাস কাকের অনর্গল ক্যা-ক্যা অথবা কা-কা ভাষায়, শুনেছি প্রাচীন প্রবাদ বাক্য আজও অটুট যাঁদের উত্থান পতন এমন-কি ওড়াউড়ি ছাড়া ভবিষৎ অন্ধকার…
তোর মনে আছে শঙ্কু, দুজনের শেষ দেখার দিন জাহাজের মাস্তুলে বসে দুপুরের ক্লান্তিভেজা ক্যান বিয়ার গেলা আর সিডি-তে পার্বতী বাউলের সুফিতে শ্রেষ্ঠ সফর, এখানে চারিদিকে এখন বন্ধ্যা মাটির বুক অসংখ্য দুর্দিনে পার্বতীর সুফি ভিজিয়ে ভিজিয়ে বাউল সফরে ভ্রমণ করি মাস্তুলে মাস্তুলে…
আসলে অটুট বিশ্বাসকে আমরা জৈবিক-কাল শিশুর মতো পঞ্চইন্দ্রিয়ে আগলে রেখেছিলাম যাতে বর্তমান, অতীত ও ভবিষৎ অলঙ্কার নিয়ে জেগে থাকি….. কতকটা কবি ও কবিতার মতো….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।