মেহেফিল -এ- কিসসা  সৈয়দা শর্মিলী জাহান (পাঠ প্রতিক্রিয়া)

‘যে রাতের দিন হয় না’ উপন্যাসটি
বাস্তব জীবনের কালো অশ্রু বর্ষণ

উপন্যাসটি সম্পর্কে সর্ব প্রথম যে কথাটি সত্য তা হলো ; এটা একটি নারীর জীবনের সত্যি ঘটনা নিয়ে লেখা । আমি জেনেছি, বইটি প্রকাশে লেখক দীর্ঘ আট বছর সময় নিয়েছেন। উপন্যাস শেষ করার জন্য নিজে ঘটনাস্থলগুলোতে গিয়েছেন । জেনেছি উপন্যাসটির নাম সব্যসাচী সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়’র দেয়া । বইটি ২০১৮ সালে, কলকাতায় সেরা উপন্যাসের জন্য পুরষ্কৃত হয় ।
উপন্যাসের প্রতিটি কালো অক্ষর একটি নারীর নির্মম, বাস্তব জীবনের কালো অশ্রু বর্ষণ যেন । পড়তে পড়তে মনে হয়েছে এমনও হয়? হবার কথা?
নারীমুক্তি, নারী আন্দোলন , নারী স্বাধীনতা…আরো কতো কতো কথা ! চলতে পথে আমি দেখেছি , কোথাও কোথাও নারীরা কতোটুকু অসহায় ! এখানে ঘুরে দাঁড়ান জীবন সুন্দর… এমনতর মোটিভেশনাল কথাবার্তা আমি বলতে পারিনি কখনো , ভবিষ্যতেও পারবো না ; কি একটি পাথর সদৃশ গোলা আমার গলায় চেপে বসে তখন ভীষণভাবে । সবচেয়ে অবাক লাগে দিনশেষে আপনজন থেকে একটি অসহায় নারীর দিকে ছুঁড়ে দেয়া বিষমাখা তীর “মানিয়ে নে ! তোর সমস্যা তুই মেনেজ কর ! শশশ গিলে ফেল সব দেয়ালও যেন না জানে ! স্বামীর ঘরই নিজ ঘর ! ছি ছি লোকে কি বলবে!” ইত্যাদি ইত্যাদি । শিক্ষিত সমাজে কোথাও কোথাও নারীরা নির্যাতিত হয় নিশ্চুপে, নিরবে । বিষমাখা তীরগুলো তাদের বিদ্ধ করে প্রতিনিয়ত ।
পুরো উপন্যাসটিতে শব্দ ও বাক্যের যাদুকরী অলংকরণ নেই তবে সহজ, সাবলীল ভাষা মুগ্ধ করবে পাঠককে কারণ প্রতিটি বাক্যের ওজন অনেক বেশি । গোছানো, পরিচ্ছন্ন লেখা । একটি নারীর বাস্তব জীবনের কঠিন নির্মম গল্পটি তুলে আনবার জন্য লেখককে ধন্যবাদ জানাই আমি । পরিশেষে বলবো বইটি পড়ুন , পড়ার প্রয়োজন আছে। উপন্যাসঃ যে রাতের দিন হয় না লেখক- এম. উমর ফারুক, প্রকাশনীঃ প্রত্যাশা প্রকাশ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।