T3 || মে দিবস স্পেশালে || তাপস কুমার বর

মে দিবস

উঁ বাবু লোক গ,
আমি সিধু কুঁইরির বেটি,
খুশি গ খুশি।
সেই কবে বাপটা গেছে মরে,
সংসারে দুইটা প্যাট,
আমি আর আমার মা বটে ।
আমার ও সাধ জাঁগে ,
উঁদের মতো ইস্কুলে পঁইড়তে।
আজ সংসারে বড়োই অভাব বটে,
মা-টা আর আগের মতো,
কাজ করতে পারে লাঁইকো।
আমার চৈঁইখ্যের জল চৈঁইখ্যে শুকায়া মরে,
শুধু একটা কাজের লগে।
সাঁঝনি রাঁইত্যে কাজ করতে যাঁইত্যে হয়-
মা-টার বড়োই অসুখ বটে ,
ডাক্তারবাবু বঁইলছ্যে,
দু- হাজার টাকা লাঁইগবে ।
উঁ বাবু লোক বড়ো লোক বটে,
আমাদের মতো গরিব লইকদের ,
ওরা পায়ের তলে পুঁষে বটে ।
প্রতিদিন সাঁঝনি রাঁইত্যে,
কাজ করতে যাঁইত্যে হয়,
উঁ বাবুদের বাড়িতে ।
একদিন রাঁইত্যে উঁ বাবু লোক আর সঙ্গী গুলান,
আমার ইজ্জত লিঁয়ে খেললে ।
মা- টা জানলে বাঁচবে লাঁইকো ,
জানলে আমার মাঁ- টা যাবে মরে ।
আমি সিধু কুঁইরির বেটি খুশি গ খুশি,
সমাজ আমায় বাসি ফুল ভাঁইব্যে থুতু ছেঁটাচ্ছে।
ওরা জালে লাইকো,
সভ্য সমাজ আমার অভাবে,
ওরা ইজ্জত লিঁয়ে কামনায় মাতে গ !
আজ মে দিবস পালন হইছে ঘটা করে ,
উঁ বাবু লোক গুলান সম্মানের বড়াই করে ,
বড়ো বড়ো ভাষণ ঝাঁইড়ছে ।
শুঁনইছ গ সভ্য সমাজের লোক গুলান,
আমি খুশি গ খুশি,
সমাজে ঝইড়া পড়া এক বজ্রকীট বটে ।
ওরা আমায় দেঁইখ্যে ছিঁ ছিঁ করে গ,
উঁ বাবু লোক গুলান ঘটা করে,
মে দিবস পালন কঁইরছে ।
ওরা জালে লাঁইকো,
উঁ বাবুদের বাড়িতে,
প্রতি রাইতে আনন্দের আসর বসে ।
কত নারী সম্মান হারিয়ে,
মঁইরছ্যে কেউ কি তা হিসাব রাঁইখ্যে গ?
ওরা জালে লাঁইকো,
সভ্যতা আজ অর্থলোলুপ সাইজ্যে,
ওরা মে দিবস পালন কঁইরছ্যে।
আমার চৈঁইখ্যের জল চৈঁইখ্যে শুকায়া মরে,
আমি সিধু কুঁইরির মেয়ে বটে,
উঁদের মুখোশদিব খুলে ।
ও মাসি, পিসি, দিদি গ,
উঁ বাবু লোক গুলান সম্মানের বড়াই করে,
নারীদের লঁইয়ে প্রতিরাতে ছিনিবিনি খেলে গ,
শুঁনইছ গ সভ্য সমাজ?
উঁ বাবু লোক গুলান শুঁইনছ,
আমি সিধু কুঁইরির বেটি খুশি গ খুশি ।
সম্মান হারিয়ে হয়েছি সমাজের কাছে বজ্রকীট ।
তোমরা মে দিবস পালন কঁইরছ ,
লজ্জা লাগে লাইকোঁ ,
সমাজ যেদিন জাইগবে ,
উঁ বাবু লোক গুলান প্রতিশোধের স্পৃহায় ফাঁইট্যা পড়ে ।
আমার কথা শুঁইনছ গ সভ্য দেশবাসী ,
আমি সিধু কুঁইরির বেটি খুশি গ খুশি,
মে দিবস সেদিন সাইরর্থক হবে ,
সেদিন শত শত নারী সম্মান পাবে গ ,
শুঁইনছ গ আমার মাসি, পিসি ও দিদি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।