সাতে পাঁচে কবিতায় টুম্পা সাহা

শবচিহ্ন

সূর্যাস্তের পর এলোকেশি কন্যা
দাঁড়ায় অন্ধকারে
ভীত, স্থবির , নিথর দাঁড়িয়ে মা
কোনে পড়ে থাকেপুরোনো স্মৃতি
লাল টকটকে পায়ের আর সাদা লাল হাতের
অমঙ্গলের সীমাহীন বিস্তার
শুধু চিহ্ন দিয়ে
থামানো যায় না অশনি
চিরন্তন শুভ ও অশুভর সংঘাত
শক্তির কঠিন সাধনায়
লক্ষ্যে অবিচল কন‍্যা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।