• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

হায়, দুর্যোধন!

বীর দুর্যোধনে করি ক্ষমা, অহঙ্কারী
যুবরাজ সে; বঞ্চিত মাতৃস্নেহ হ’তে
আজন্ম:পিতা, তত্বাবধায়ক রাজন,
করেছে উদগ্র বেদনাহত কামনা আপনপুত্রে সঞ্চার, অতিসূক্ষ্ভাবে;
নিজ ভাগ্য-পরিহাসে, জন্মান্ধ হয়েছে
বঞ্চিত সিংহাসনে, যদিও জ্যেষ্ঠ কুলে।
ভাগ্যাহত দেখিতে চায় নিজ সন্তানে
সিংহাসনোপরি, উপহাসী বিধাতারে।
শকুনির পরামর্শ জোগায়েছে অগ্নি
পাণ্ডব-বিদ্বেষে; যাজ্ঞসেনীর শ্লেষোক্তি,
অন্ধ-পিতার অন্ধ-পুত্র, দেয় আহুতি
লেলিহান শিখায়, ইন্দ্রপ্রস্থ-প্রাসাদে:
মহাযুদ্ধের বীজ রোপিত কুরুক্ষেত্রে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।