সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) উজান উপাধ্যায়

একটি ভুল তদন্ত
( The wrong investigation )

দু পেগ হুইস্কি আর একটি একটি দেহব্যবসায়ীর মৃত্যু।
প্লটে কোনও ঝোড়ো বৃষ্টি নেই। এ শহরে লোডশেডিং হয় না।
স্ক্রিপ্টের ভিতরে টাটকা গোলাপ আর পয়েন্ট ব্লাঙ্ক রিভলভার গোঁজা নেই।
ছাপোষা চেহারার ক্রাইম ইনভেস্টিগেটরের চশমা হ্যাট চুরুট হান্টার শ্যু নেই‌।
তিনটি জলের গ্লাস, এক জোড়া বাঘনখ। বিছানায় শরীরের দাগ।
একজন গাছব্যবসায়ীর মৃত্যু। গাছের মৃত্যুর সাথে এর গোপন যোগাযোগ?
কনটাক্ট লেন্সের ফোকাসে প্রশ্নের ছাঁচ-
এই গ্রহজন্মে আমরা কে কে দেহব্যবসায়ী নই?
শুধুমাত্র খুনের ইনভেস্টিগেশন হবে কেন? স্বাভাবিক মৃত্যুর কেন নয়? প্রতিটি মৃত্যুই কি এক একটি খুন নয়?
সেগুন কাঠে বানানো প্যান্ডোরার বাক্সে আমাদের প্রতিটি মুক্তির আবেদন আসলে জেলখানার ঠিকানা বদলের আর্জি!
দেহটুকু নিয়ে এই অতিথিনিবাস ভরে রাখা, ছটফটে পাখিদের যেই নাম রাখি- হৃদয় বা মন-
আমাদের মৃত্যুই আমাদের জীবনের প্রকৃত স্বজন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।