কবিতায়নে অনিমেষ চক্রবর্তী 

অসুখ

অসুখ যে ছিল না , তা নয়
তবুও , ক্ষুরধার বাক্য থেকে এ অসুখ
জিভ দিয়ে চেটে নিচ্ছে ঋণ

কেউ অনাহুত ভাবে , অথবা বাচাল
পড়শিরা থুতু দিয়ে পেড়ে ফেলে রোজ
অসুখের তাতে কিছু যায় আসে না

মন্দিরে আরতি , প্রসাদে বমনেচ্ছা – পাপ
পেতে রাখা সফেদ চাদরে নামো সুখ
একসাথে ঘটি থেকে গড়িয়ে নিই জল

ক্ষয় , এভাবেই জড়িয়েছ রোজ
অথচ কি দারুণ সুখ কাড়াকাড়ি
রোজ যেন কাক বসে পবিত্র দালানে

কী সাহস !
মাথায় কাফন বেঁধে নিয়ে
তুমি ফের অসুখ গাইছো দরবারে

ক্ষুরটুকু ঐ পারে রেখে ,
ঋণ থাক নদীর এপারে ।

 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।