• Uncategorized
  • 0

কবিতায় লক্ষ্মীকান্ত মণ্ডল

চেতনা

ভরাট দুপুর এলেই সকলেই উঠতে চায় মাটি থেকে
শূন্যে , চেতনা চুঁইয়ে নামে সান্দ্রতা ; কত আঁধার রাতে
দীর্ঘ পঙ্ ক্তির  সব মৌমাছি একে একে উড়িয়ে আনে
হলুদ হাওয়া – একেক ঝলকে মনে আসে আয়ুক্ষয়ের
কথা ; কেবল কদম গাছের নিচে বেচারা নিম বাতাস
সমস্ত মৌলিক জ্ঞান বুকে নিয়ে প্রতিবিম্ব খোঁজে পুকুরের
জলে , খুঁজতে থাকে বামদিক আর ডানদিক – তখনও
জলতলের উপরে মাকড়সা জাল বুনতে থাকে –  এ শূন্যতায়
কোনো ইশারা নেই , নেই কোন অবলম্বন  – কেবল একটা
সরলরেখায় আলোর বিন্দুগুলি জমাট বাঁধতে বাঁধতে
দৃষ্টিহীন হয়ে যায় —
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।