• Uncategorized
  • 0

বিশ্ব প্রতিবন্ধী দিবস

আজ ৩/১২/১৯ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বাঁকুড়া জেলার ‘বড়জোড়া আশার আলো’ নামে একটি সংগঠন যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছেন ১৯৯৮এর ৯মে,রবীন্দ্রনাথের জন্মদিনের দিন থেকে।বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিস্পর্ধীদের শুধু সাহায্য সহযোগিতা করেই শুধু তাদের পাশে দাঁড়ানো নয়, তাদের শিক্ষা দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলার জন্যও কাজ করছেন।এরকম শিশুকে এখনো অনেক মা-বাবা বা তাদের পরিবার সেভাবে গ্রহণ করতে না পারার জন্য অবহেলিতও হয়। তাদের লালন-পালনের সঠিক দিশা নিয়ে সচেতনতামূলক শিবিরও তারা পরিচালনা করেন বলে জানালেন সংগঠনের সম্পাদক ও প্রতিষ্ঠাতা সোমা মুখার্জি। আজ বড়জোড়ায় তারা প্রতিস্পর্ধীদের নিয়ে, তাদের অভিভাবকদের ও সহমর্মিদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করেছিলেন। তাদের বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার দীর্ঘশ্বাস উঠে আসে। শিক্ষার অধিকার আইন তাদের জন্য কার্যকর না হওয়ার আক্ষেপও শোনা গেল। রাষ্ট্র তাদের প্রতিবন্ধকতা জয় করার জন্য এগিয়ে এলে কাজ আরো সহজ হয়। বড়জোড়ার চৌমাথার মোড়ে পথসভায় এসব কথাই উঠে এলো বক্তাদের বক্তব্যে।বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলক মুখার্জি, অর্চিতা বিদ,প্রাক্তন শিক্ষক প্রণবরঞ্জন বসু ছাড়াও আরো অনেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।