• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় কল্যাণ চট্টোপাধ্যায়

সমুদ্র

কৃত্রিম আলোর জন্যে লালায়িত নয় বলে
তোমাদের পিঠ আমার স্পর্শ পেলনা

ওগো সুউচ্চ পাহাড়চূড়া
অনন্ত ধাবমান নদীর স্রোত
বাঁ হাত পেতে থাকা সিংহাসনপতি
তোমাদের বলি
ওইসব আলোর থেকে
মর্মর বাঁশতলার ঝিকিমিকি অনেক মনন

আমি দেখছি শুধু
দশক দশককে কেমন লাথি মারছে
বন্ধু বন্ধুকে, লেখা লেখাকে
ক্ষমতা ক্ষমতাকে
কেমন লাথি মারছে

অদৃশ্য সূচের সারি, ব্যথার নল
প্রতিদিন ঢুকে যাচ্ছে আমার সৃষ্টির ভেতর
তারা প্রবাহিত হতে হতে সংক্রামিত হতে হতে
দশক থেকে দশক, শতক থেকে শতক পেরিয়ে যাচ্ছে

অথচ নির্জন ঢেউয়ের বীজ কেবলই সমুদ্র রচনা করে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।