।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় প্রবীর কুমার চৌধুরী

যদি যেতেই হয় যাবো

তোমার ছোঁয়া মানেই সেই মাহেন্দ্রক্ষণ
কম্পিত হৃদয়ে শুধুই ঘন,ঘন হুইসেল বাজে
ঘরে-বাইরে,শ্রমে-ভ্রমে,কেউ শোনে না,বোধিরতায় আচ্ছন্ন
শুধুই অনুভবে অশান্ত, ভারাক্রান্ত এ আবেগী মন।
আকাশের বুকে দীর্ঘ অপেক্ষায় অধীর পাখনা নড়ে
প্রখর দৃষ্টিতে আমায় পর্যবেক্ষণ করে অধরা অশান্ত
শেষ শ্বাসের প্রতিটি প্রহর গুনে-গুনে ক্লান্ত কালিদাস।ওকে দিও-
এ নশ্বর দেহের কিছুটা সতেজ মাংস, কিছুটা রস,রক্ত পানীয়।
যদি যেতেই হয়,নিয়মেই যাবো , সঙ্গে নেবোনা চিহ্ন
সাড়ে তিন হাত জমি জানি বরাদ্দ আছে গঙ্গার তীরে –
আমার শেষ শয্যার। শুধু তুমি হাতটি ধরে থেকো
আমার যৌবন থেকে বার্ধক্যের অর্ধাঙ্গিনী প্রিয়তমাষু
প্রহর শেষের ছায়ায়, অনেক মায়ায়
হাতছানি দেয় কারা। এখনো যে –
কিছুটা লেখার বাকি আছে প্রানের কথা।ক্ষনেক দাঁড়াও,তারপর-
নিয়ে যেও অন্তিম যাত্রায়, বার্ধক্য -চিরন্তন বার্ধক্য-পদাতিক বার্ধক্য।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।