সাতে পাঁচে কবিতায় শমীক জয় সেনগুপ্ত

জিঘাংসা

জিঘাংসা জন্ম নিলো তার ভুল পুরুষবাক্য থেকে
নদীকে বাঁধতে চেয়ে আড়াল করা চোরাগুপ্তি উপল ও বুকে
স্থিরতার জায়গায় নেক মেলে পিচ্ছিল শৈবাল।
জিঘাংসা জন্ম নিলে
আঘাত না করে, সেও থামতে জানেনা।
স্রোতের নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই
অন্যের প্রতিও তার সম মনোভাব
তবে এ ভুল বাক্য, ভ্রষ্ট উচ্চারণের
দায় কে নেবে আজ?
জিঘাংসা জন্ম নেয়
মন থেকে প্রেম মুছে দিয়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।